Sports News

টি২০ র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে গেল ভারত

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ওঠার একদিন পরই টি২০ র‌্যাঙ্কিংয়ে নেমে গেল ভারত। দু’নম্বর থেকে দু’ধাপ নেমে চারে পৌঁছে গেল ভারতীয় টি২০ র‌্যাঙ্কিং। ছ’পয়েন্ট নষ্ট করে ভারতের পয়েন্ট এখন ১১৮।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৮:১৪
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ওঠার একদিন পরই টি২০ র‌্যাঙ্কিংয়ে নেমে গেল ভারত। দু’নম্বর থেকে দু’ধাপ নেমে চারে পৌঁছে গেল ভারতীয় টি২০ র‌্যাঙ্কিং। ছ’পয়েন্ট নষ্ট করে ভারতের পয়েন্ট এখন ১১৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ও পাকিস্তানের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে ভারত। ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট সমান। দু’জনেরই পয়েন্ট ১২১। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড কম ম্যাচ খেলায় পাকিস্তানের উপরে রয়েছে। ভারতের ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। ছ’য়ে অস্ট্রেলিয়া। সাতে ওয়েস্ট ইন্ডিজ। আটে শ্রীলঙ্কা। ন’য়ে আফগানিস্তান ও ১০এ বাংলাদেশ।

Advertisement

আরও খবর: ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠল ভারত

ইংল্যান্ডের অবশ্য সব থেকে বেশি উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। তিন ধাপ উঠে এসেছেন ব্রিটিশরা। দু’ধাপ নেমেছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবোয়ের স্থান হয়েছে ১২ নম্বরে। অস্ট্রেলিয়া ও প্রথম ন’টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপের। যে‌টা হবে অস্ট্রেলিয়ায়। যোগ্যতা নির্ণায়ক পর্ব খেলে বিশ্বকাপে যেতে পারবে আরও ছ’টি দল। ১৬ দল নিয়ে হবে ২০২০ টি২০ বিশ্বকাপ।

Advertisement

স্থান দল ম্যাচ পয়েন্ট রেটিং

১ নিউজিল্যান্ড ১৩ ১,৬২৫ ১২৫

২ ইংল্যান্ড ১৩ ১,৫৭৯ ১২১

৩ পাকিস্তান ২০ ২,৪১৭ ১২১

৪ ভারত ১৮ ২,১১৯ ১১৮

৫ দক্ষিণ আফ্রিকা ১৫ ১,৬৬৮ ১১১

৬ অস্ট্রেলিয়া ১৩ ১,৪৩১ ১১০

৭ ওয়েস্ট ইন্ডিজ ১৫ ১,৬৩৯ ১০৯

৮ শ্রীলঙ্কা ২০ ১,৮৯৬ ৯৫

৯ আফগানিস্তান ২২ ১,৯৭৪ ৯০

১০ বাংলাদেশ ১৫ ১,১৬৮ ৭৮

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন