অস্ট্রেলিয়াকে হারিয়ে সাইক্লিংয়ে ঐতিহাসিক সোনা জয় ভারতের

ভারতের এই দলে ছিলেন ইসাও অ্যালবেন, রোনাল্ডো সিংহ ও রজিত সিংহ। অস্ট্রেলিয়াকে হারাতে গিয়ে এ দিন ভারতীয় দল সময় করে ৪৪.৬৮১ সেকেন্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ০২:৩৫
Share:

বিশ্ব জুনিয়র ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল। ফ্রাঙ্কফুর্ট।—ছবি: টুইটার।

বিশ্ব জুনিয়র ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নজির সৃষ্টি করল ভারতীয় দল। ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এই প্রতিযোগিতায় টিম স্প্রিন্ট বিভাগে ভারত সোনা জেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে। সাইক্লিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে কোনও পর্যায়ে এটি ভারতের প্রথম সোনা।

Advertisement

ভারতের এই দলে ছিলেন ইসাও অ্যালবেন, রোনাল্ডো সিংহ ও রজিত সিংহ। অস্ট্রেলিয়াকে হারাতে গিয়ে এ দিন ভারতীয় দল সময় করে ৪৪.৬৮১ সেকেন্ড। কিন্তু এ দিন শুরুটা ভারতের ভাল হয়নি। প্রথম রাউন্ডের শেষে ভারতীয় দল পিছিয়ে ছিল .২৪৪ সেকেন্ডে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় দল। সময় কমিয়ে আনে তারা। এই ধাপে তারা ব্যবধান কমিয়ে এনে ০.০৩০ সেকেন্ডে পিছিয়ে ছিল। কিন্তু তৃতীয় রাউন্ডে সব ব্যবধান পিছনে ফেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতে নেয় ভারত। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে গ্রেট ব্রিটেন।

স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় জুনিয়র সাইক্লিং দলের এই সাফল্যে উচ্ছ্বসিত স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার কর্তারা। দলের অন্যতম সদস্য রজিত সিংহ জানিয়েছেন, ‘‘প্রথম থেকেই সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। প্রথম রাউন্ডে স্টার্টিংয়ে কিছু সমস্যার জন্য ব্যবধান বেড়ে গিয়েছিল। কিন্তু তা পরের দুই রাউন্ডে কমিয়ে স্বপ্ন সফল করলাম আমরা। তাও আবার তিয়াত্তরতম স্বাধীনতা দিবসের দিনে। এই সাফল্যের মজাই আলাদা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন