টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতই এক নম্বরে

দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল ভারত। এটা জানাই ছিল। তবে বুধবার আইসিসি ঘোষণা করে দিল ভারতই একে। প্রজাতন্ত্র দিবসের দিনই ভারত অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ১৯:০২
Share:

দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল ভারত। এটা জানাই ছিল। তবে বুধবার আইসিসি ঘোষণা করে দিল ভারতই একে। একদিন আগেই অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত। তার পর দিনই নিশ্চিত হয়ে গেল টেস্টে শীর্ষে ওঠার এই খবরও। ২০১২ থেকেই শীর্ষস্থান দখলে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। পর পর হেরে এবার তিনে নেমে এল এত বছরের সেরারা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে পাকিস্তান। পাঁচে ইংল্যান্ড। ছ’য়ে রয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে। আটে ওয়েস্ট ইন্ডিজ। ন’য়ে বাংলাদেশ। দশে রয়েছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ হারের আগেই দেশের মাটিতে পর পর টেস্ট সিরিজ জিতে নিয়েছিল ভারত। তারই ফল পেল এবার।

Advertisement

আরও খবর: পাকিস্তানে ভারতের পতাকা উড়িয়ে গ্রেফতার কোহলি ভক্ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement