Sports News

পাঁচ গোল খেল ধীরাজ, আনোয়ারদের ভারত

ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই সৌদির আক্রমণ বাঁচান ধীরাজ। কিন্তু ১৫ মিনিটে সৌদিকে গোল উপহার দিয়ে বসেন আনোয়ার আলি। তাঁর মিস পাস ধরেই আবদুল্লাহ গোলের খাতা খুলে ফেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১৪:১৫
Share:

সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দল। ছবি: ইন্ডিয়ান ফুটবলের টুইটার থেকে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এখন অতীত। ভারতীয় ফুটবল দলের জন্য তা অতীত হয়েছে আরও আগেই। সেই অনূর্ধ্ব-১৭ ও ১৯ এর ফুটবলারদের মিলিয়েই মাতোসের কোচিংয়ে তৈরি হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা নির্ণায়ক পর্বের জন্য দল। সৌদি আরবের মাটিতে হোমম টিমের বিরুদ্ধে যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে পাঁচ গোল হজম করতে হল ভারতকে। গোলের নিচে ধীরাজ বেশ কয়েকবার বাঁচালেও পাঁচগোল হজম আটকাতে পারলেন না। উইং ধরে পর পর আক্রমণ তুলে আনল সৌদি।

Advertisement

আরও পড়ুন

‘বাবার মৃত্যুই বিরাটকে পরিণত করে দিয়েছিল’

Advertisement

ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই সৌদির আক্রমণ বাঁচান ধীরাজ। কিন্তু ১৫ মিনিটে সৌদিকে গোল উপহার দিয়ে বসেন আনোয়ার আলি। তাঁর মিস পাস ধরেই আবদুল্লাহ গোলের খাতা খুলে ফেলেন। এর পর কাউন্টার অ্যাটাকে উঠতে শুরু করলেও সৌদির রক্ষণে বার বার হোচট খেতে হয় ভারতের স্ট্রাইকারদের। ২৬ মিনিটে আশিস রাই ও রাহুল কেপি নিজেদের মধ্যে পাস খেলে প্রায় গোলে মুখ খুলে ফেলেছিলেন। কিন্তু রাহুলের দুর্বল শট আটকাতে সমস্যায় পড়তে হয়নি সৌদি কিপারকে। কিন্তু ভারতের রক্ষণ হাফ টাইম পর্যন্ত ১-০র ব্যবধান ধরে রাখতে সমর্থ হলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল হজম করতে হয়।

আরও পড়ুন

চাপে কন্তে, সতর্ক জোসে

৫০ মিনিটে ফেরাসের শট ধীরাজকে ধরাশায়ী করে চলে যায় গোলে। ভারতের চেষ্টা সৌদির মাঝমাঠেই আটকে যায়। এর পর মাতোস মাঠে আনেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অমরজিৎ সিংহকে। কিন্তু লাভ হয়নি। ৭২, ৭৫ ও ৮৬ মিনিটে এডমুন্ড, আল-শাহরানি ও আল-ব্রিকানের গোলে ভারতের সব আশা শেষ হয়ে যায়। ৬ নভেম্বর ভারত মুখোমুখি হবে ইয়েমেন ও ৮ নভেম্বর তুর্কমেনিস্তানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement