ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ। প্রথমে টি২০ পরে একদিনের সিরিজ। বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই ক্ষেত্রেই ১৫ জনের দল গড়েছেন নির্বাচকরা। সুযোগ পেয়েছেন তরুণরা। দেখে নেওয়া যাক অজিদের বিরুদ্ধে টি২০তে প্রথম ১৫ জনের দলে কারা কারা আছেন।
শিখর ধওয়ন: দ্রুত রান তোলার ক্ষেত্রে বাঁ হাতি ওপেনারটির বিকল্প কমই আছেন। বিশ্বকাপের আগে পরিবর্তনের কোও সম্ভাবনা নেই। যদিও ধারাবাহিকতা নিয়ে সমস্যা রয়েছে।
রোহিত শর্মা: হিট ম্যানের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে, ধওয়নের সঙ্গে ওপেন করবেন তিনিই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে।
লোকেশ রাহুল: সাম্প্রতিক সময় ধারাবাহিক ভাবে ব্যাটে রান নেই। তাও সুযোগ পেলেন। প্রথম একাদশে থাকলে সুযোগকে কাজে লাগাতে হবেই।
বিরাট কোহালি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।
ঋষভ পন্থ: বেশ কিছু দিন ধরেই তিনি আলোচনার মধ্যে ছিলেন। বাঁহাতি ঋষভের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। হাতে বিভিন্ন রকমের শট রয়েছে।
দীনেশ কার্তিক: টি২০তে দলের অন্যতম ভরসার ক্রিকেটার। দারুণ ম্যাচ ফিনিশার। বিশ্বকাপের দলে সুযোগ পেতে হলে এই সিরিজে ভাল কিছু করে দেখাতেই হবে।
মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়।
বিজয় শঙ্কর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের জন্য দলে সুযোগ পেলেন বিজয় শঙ্কর। ব্যাটের পাশাপাশি বিজয়ের বল দলের পক্ষে বাড়তি পাওনা। টি২০তে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।
হার্দিক পাণ্ড্য: বিতর্কের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও ফিরেই সকলকে চমকে দিয়েছেন। বিশ্বকাপে দলের তরুপের তাস হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার।
ক্রণাল পাণ্ড্য: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল-ব্যাট উভয় দিক থেকে নজর কেড়েছেন। কিউইদের বিরুদ্ধে ভাল খেলার পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে সুযোগ পেলেন।
যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন।
যুজবেন্দ্র চহাল: টি২০ হোক বা ওয়ান ডে, চমক দিয়েই চলেছেন এই লেগস্পিনার। কুলদীপ না থাকায় দায়িত্ব আরও অনেক বেড়ে গেল চহালের।
সিদ্ধার্থ কল: শুধু টি২০ নয়, তরুণ পেস বোলারটি দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচেও সুযোগ পেয়েছেন। পেস বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে তাঁর।
উমেশ যাদব: ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পেলেন উমেশ। বল হাতে উমেশের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও, ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মায়াঙ্ক মার্কাণ্ডে: দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন ২১ বছরের এই তরুণ লেগ স্পিনারটি।