cheteshwar pujara

শুধু ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, দাম পেলাম ব্রিসবেনে: পূজারা

কোচ রবি শাস্ত্রী পূজারাকে শ্রেষ্ঠ যোদ্ধার শিরোপাও দিয়েছেন ড্রেসিংরুমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৪:৩০
Share:

রাহানে, রোহিত, অশ্বিনদের সঙ্গে পূজারা। ছবি: টুইটার থেকে

একের পর এক বল এসে আছড়ে পড়ছিল তাঁর পাঁজরে, কাঁধে। সেই সব সামলেও উইকেটে পড়েছিলেন চেতেশ্বর পূজারা। শুভমন গিল, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থরা স্বচ্ছন্দে খেলতে পেরেছেন, তিনি একদিক ধরে দাঁড়িয়েছিলেন বলেই।

Advertisement

পূজারা টুইট করে বলেন, “আবেগ এবং গর্বে পরিপূর্ণ। যে ক্রিকেটীয় চরিত্র এবং প্রতিভা দল তুলে ধরেছে তা অতুলনীয়। এই ধরনের মুহূর্তগুলোই ঘণ্টার পর ঘণ্টার অনুশীলনের দাম দেয়। সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” ব্রিসবেনে কেরিয়ারের সব চেয়ে বেশি বল খেলে হাফ সেঞ্চুরি করেন পূজারা। তবে এমন ইনিংসই দরকার ছিল গাব্বায়। সেই কাজটাই করে দেখিয়েছেন তিনি।

প্যাট কামিন্সদের বাউন্সারগুলো যখন এসে লাগছিল দূরে বসে ভারতীয় সমর্থকরাও আঁতকে উঠছিলেন। মাঠে দাঁড়িয়ে সেইগুলো নিজের শরীরে নিয়েও যে লড়াই পূজারা দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন শাস্ত্রীও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন