Virat Kohli

বিরাট-নজির, অস্ট্রেলিয়ায় প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে একদিনে সেঞ্চুরি কোহালির

এর আগে ডন ব্র্যাডম্যানের দেশে কোনও ভারতীয় অধিনায়কের একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিন ও সচিন তেন্ডুলকরের। কিন্তু কেউই সে়ঞ্চুরি পাননি। কোহালি এদিন নজির গড়লেন ম্যাচ-জেতানো সেঞ্চুরিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

অ্যাডিলেড শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৮:২৪
Share:

আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরিতে সঙ্গাকারাকে টপকে গেলেন কোহালি। ছবি: এএফপি।

বিরাট কোহালির মুকুটে আরও এক পালক। মঙ্গলবার অ্যাডিলেডে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি। যা ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে সমতা ফেরাল।

Advertisement

এর আগে ডন ব্র্যাডম্যানের দেশে কোনও ভারতীয় অধিনায়কের একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিন ও সচিন তেন্ডুলকরের। ১৯৯২ সালে ব্রিসবেনে বিশ্বকাপে গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আজহার করেছিলেন ৯৩ রান। আর ২০০০ সালে হোবার্টে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে সচিনও সমসংখ্যক রান করেছিলেন।

মূলত কোহালির কেরিয়ারের ৩৯তম শতরানের দাপটেই ২৯৯ রানের জয়ের লক্ষ্যে চার উইকেট হারিয়ে পৌঁছে গেল ভারত। রান তাড়ায় তাঁর দক্ষতা আরও একবার প্রমাণিত হল মঙ্গলবারের অ্যাডিলেডে। একদিনের ক্রিকেটে এই নিয়ে তাঁর ৩২ সেঞ্চুরি অবদান রাখল দলের জয়ে। কোহালির সামনে রয়েছেন শুধু সচিন তেন্ডুলকর। লিটল চ্যাম্পিয়নের ৩৩ শতরান দলের জয়ে কাজে এসেছিল।

Advertisement

আরও পড়ুন: ‘চেজমাস্টার’ কোহালির দুরন্ত সেঞ্চুরি, অ্যাডিলেডে ফিরলেন ‘ফিনিশার’ ধোনি, জিতল ভারত

আরও পড়ুন: দিলেন ৭৬ রান, অভিষেকে লজ্জার রেকর্ড মহম্মদ সিরাজের​

আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির মোট সেঞ্চুরির সংখ্যা হল ৬৪। ‘চেজমাস্টার’ কোহালি টপকে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সঙ্গার মোট সেঞ্চুরির সংখ্যা ৬৩। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন (১০০ সেঞ্চুরি)। তারপর রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৭১ সেঞ্চুরি)। কোহালি খুব পিছিয়ে নেই পন্টিংয়ের থেকে।

অস্ট্রেলিয়ার মাটিতে সব ফরম্যাট মিলিয়ে কোহালির সেঞ্চুরির সংখ্যা এখন ১১। এটাও রেকর্ড। ডেভিড গাওয়ার (৯ সেঞ্চুরি), জ্যাক হবস (৯ সেঞ্চুরি), ব্রায়ান লারা (৮ সেঞ্চুরি) রয়েছেন তাঁর অনেক পিছনে। ওয়ালি হ্যামন্ড, ভিভ রিচার্ডস, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকরের এই দেশে রয়েছে ৭ সেঞ্চুরি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন