স্মিথ

চতুর্থ দিনের খেলা শেষ, জিততে গেলে কাল ভারতকে তুলতে হবে ৩২৪ রান

এদিন ২৫তম ওভারে মার্কাস হ্যারিসকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন শার্দুল ঠাকুর। স্টিভ স্মিথ ৫৫ করে ফেরেন সিরাজের বলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৯:১১
Share:

৪ উইকেট। সতীর্থদের সঙ্গে সিরাজের উল্লাস। ছবি টুইটার

খেলা শেষ । চতুর্থ দিনের খেলা শেষ। বৃষ্টি এসে বাধ সাধায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করে দিলেন আম্পায়াররা। মাঠের আউটফিল্ড ভিজে থাকায় এই সিদ্ধান্ত। পঞ্চম দিন নির্ধারিত সময়ের আগে খেলা শুরু হবে।

Advertisement

তথ্য । এর আগে গাব্বাতে চতুর্থ ইনিংসে ৪৫০ রান তুলেও হেরে গিয়েছিল পাকিস্তান। ১৯৬৮-তে ভারত ৩৫৫ তুলেও হেরে গিয়েছিল ৩৯ রানে।

আবার বৃষ্টি । ভারতের ইনিংসে দু’ওভার যেতে না যেতেই গাব্বায় খলনায়ক হয়ে হাজির বৃষ্টি। স্থানীয় সময় বিকেল পৌঁনে পাঁচটা। এখনও ২৩ ওভার খেলা বাকি। তবে বাকি সময় খেলা না হলেও কালকেও ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে ৯৮ ওভার খেলা হবে।

Advertisement

ভারতের ইনিংস শুরু । মিচেল স্টার্কের প্রথম ওভারেই বাউন্ডারি মারলেন রোহিত।

আউট। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ। দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে থামল তারা। অজি ইনিংসের শেষ উইকেটও নিলেন সিরাজ। ম্যাচে পাঁচ উইকেট হল তাঁর। তবে ভারতের সামনে কাজ অনেকটাই কঠিন। জিততে গেলে ৩২৮ রান তুলতে হবে ভারতকে।

আউট । ফিরে গেলেন নেথান লায়ন। শার্দূল ঠাকুরের বলে ড্রাইভ করেছিলেন। কভারে ক্যাচ নিলেন ময়াঙ্ক। অস্ট্রেলিয়া ২৭৪/৯।

লিড ৩০০ । অস্ট্রেলিয়ার লিড ৩০০ রান পেরিয়ে গেল। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, গাব্বার পিচে চতুর্থ ইনিংসে ২৫০ তোলাই কঠিন হবে। টিম পেনরা তবু ঝুঁকি নিতে চাইছেন না। যতটা সম্ভব লিড বাড়িয়ে নিতে চাইছেন। সিডনির ক্ষত এখনও তাঁদের মনে টাটকা।

আউট । সিরাজের বলে নবদীপ সাইনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ২৪৭/৮।

আবহাওয়ার উন্নতি হচ্ছে। তৈরি করা হচ্ছে পিচ। খেলা আর কিছুক্ষণ পরেই শুরু হবে।

বৃষ্টি । গাব্বায় এখনও আবহাওয়ার কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ঝিরঝির বৃষ্টি পড়েই চলেছে। চা-বিরতি শেষ। কিন্তু বৃষ্টির কারণ খেলা শুরু করা যাচ্ছে না।

চা-বিরতি । হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে মাঠে। ফলে আম্পায়াররা কিছুটা আগেই চা-বিরতি দিয়ে দিলেন। তবে জানা যাচ্ছে, খেলা থেমে থাকার সম্ভাবনা নেই। বিরতির পরেই সম্ভবত আকাশ পরিষ্কার হবে।

আউট । আবার শার্দূলের গর্জন। তাঁর বলে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন টিম পেন। ২৭ রান করেছেন তিনি।

৬৪ ওভার। অস্ট্রেলিয়ার স্কোর ২৪০/৬। অস্ট্রেলিয়া এগিয়ে ২৭৩ রানে। ঝোড়ো ইনিংস খেলে দ্রুত লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক টিম পেন। ২৫ রানে অপরাজিত তিনি। উল্টোদিকে থাকা প্যাট কামিন্স খেলছেন ২ রানে।

আউট । ফিরলেন ক্যামেরন গ্রিন। বোলিং চেঞ্জে এসেই বাজিমাত করলেন শার্দূল ঠাকুর। প্রথম স্লিপে গ্রিনকে তালুবন্দি করলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার স্কোর ২২৭/৬। এগিয়ে ২৬০ রানে।

আউট। ফিরে গেলেন স্মিথ। সিরাজের বলে গালিতে ক্যাচ তুলে দিলেন। রাহানের হাতে তালুবন্দি হলেন স্মিথ। রিভিউ নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। তাতেও লাভ হল না।

ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। ক্রিজে জমে গিয়েছেন স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন। স্মিথ অপরাজিত রয়েছেন ৫০ রানে। অন্যদিকে গ্রিন খেলছেন ১৪ রানে।

বিনা উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ২৫তম ওভারে মার্কাস হ্যারিসকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন শার্দূল ঠাকুর। এর পরের ওভারেই ডেভিড ওয়ার্নার ফিরে যান ওয়াশিংটন সুন্দরের বলে।

৩১ তম ওভারে জোড়া সাফল্য পান মহম্মদ সিরাজ। তৃতীয় বলে ফিরে যান মার্নাস লাবুশানে। তিনি ঝোড়ো ইনিংস খেলছিলেন। ২২ বলে ২৫ করে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৩১ তম ওভারের শেষ বলে আউট হন ম্যাথু ওয়েড। তিনি কোনও রান করতে পারেননি।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২১৮ রানে। অর্ধশতরানের দোরগোড়ায় স্মিথ। এখন দেখার, কত রানের লিড নিয়ে ভারতকে ইনিংস ছাড়ে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন