India vs England 2021

কোহালিদের হারানোর পরেও রণকৌশল নিয়ে লেগে গেল ইংরেজদের মধ্যেই

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাইকেল ভন এবং শেন ওয়ার্ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৩
Share:

অর্ধশতরান করেও কোহালি হার বাঁচাতে পারেননি। ছবি পিটিআই

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাইকেল ভন এবং শেন ওয়ার্ন। কেন ইংল্যান্ড আগেই ডিক্লেয়ার করছে না তা নিয়ে মন্তব্য করেছিলেন। বিরাট কোহালিদের ২২৭ রানে হারানোর পর নাম না করে ভনকে ইন্সটাগ্রাম পোস্টে কটাক্ষ করেছে খোদ ইংরেজ বোর্ডই।

Advertisement

জো রুটদের দ্বিতীয় ইনিংস চলাকালীন ভনের উদ্দেশে শেন ওয়ার্ন টুইট করেন, “রুট কি ডিক্লেয়ার না করে ঠিক কাজ করছে? ওদের কি আরও বেশি রান চাই? আমার মতে, এ বার বোলিং শুরু করা উচিত।” তাঁর প্রত্যুত্তরে ভন লেখেছেন, “আমার মনে হয় ও বেশি সাবধানী হতে চাইছে। ভারতকে ম্যাচটা ড্র করার আরও বেশি সুযোগ করে দিচ্ছে।”

মঙ্গলবার ম্যাচ জেতার পর ইংল্যান্ড বোর্ডের পোস্টে জো রুটের ডিআরএস চাওয়ার ছবি পোস্ট করে লেখা হয়েছে, “যাঁরা যাঁরা গতকাল ইনিংস ছাড়া নিয়ে কাতর ছিলেন, এটা তাঁদের জন্য।” তবে ইংল্যান্ডের বোর্ডের কটাক্ষ বুঝতে পারেন স্টুয়ার্ট ব্রড। তিনি লেখেন, “মাইকেল ভন, আমার মনে হয় এই পোস্টটা তোমার জন্য।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement