joe root

৫ উইকেট, অনন্য নজির বোলার জো রুটের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৮
Share:

উচ্ছসিত রুট ছবি টুইটার

বোলার হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে মোতেরায় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলার হিসেবে ৫ উইকেট তুলে নেন রুট। মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট পেয়ে ইংল্যান্ডকে খেলায় ফেরান তিনি।

Advertisement

এর আগে টিম মে ও মাইকেল ক্লার্কের দখলে ছিল এই নজির। দুজনেই ৯ রান দিয়ে ৫ উইকেট নেন। টিম মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেডে আর ক্লার্ক ভারতের বিরুদ্ধে মুম্বইয়ে এই নজির গড়েন। ইংরেজ ক্রিকেটারদের মধ্যে ইয়ান বথাম ১৯৮১ সালে এজবাস্টনে ১১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন।

মাত্র ৬.২ ওভার বল করেই ৫ উইকেট পান রুট। তাঁর বলে প্যাভেলিয়ানের রাস্তা ধরতে হয় ঋষভ পন্থ (১), রবিচন্দ্রন অশ্বিন (১৭), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০) ও যশপ্রীত বুমরাকে (১)। প্রথম ইনিংসে ১১২ রানে সব উইকেট হারিয়ে ফেলার পর ভারতকেও ১৪৫ রানে অল আউট করে দেয় ইংরেজরা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন