India vs England 2021

তাঁর কাছে সব থেকে খুশির ব্যাপার কোনটি, ম্যাচ জেতানোর পর টুইট করে বললেন ঈশান

ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে আন্তর্জাতিক মঞ্চের দরজা খুলে গিয়েছিল তাঁর সামনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৮:১২
Share:

প্রথম ম্যাচেই সফল ঈশান। ছবি টুইটার

ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে আন্তর্জাতিক মঞ্চের দরজা খুলে গিয়েছিল তাঁর সামনে। সেটা ভাল ভাবেই কাজে লাগিয়েছেন ঈশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ৩২ বলে ৫৬ ইনিংস রাতারাতি নায়কের আসনে তুলে এনেছে তাঁকে।

Advertisement

ম্যাচের পর অনেক কথা বলেছেন। তারপরেই টুইট করে ঈশান লিখেছেন, “অনেক কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং অনেকের সমর্থনের জন্যেই আজ এই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। এই অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ভারতের হয়ে খেলার থেকে বড় খুশির ব্যাপার আর কিছুতে নেই।”

আইপিএলে ভাল খেলার জন্যেই ঈশানকে ইংল্যান্ড সিরিজের দলে নেওয়া হয়। সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত আইপিএলে ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন তিনি। বিজয় হজারে ট্রফিতেও দুরন্ত খেলেছেন। ঝাড়খন্ডের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৯৪ বলে ১৭৩ রানের ইনিংস রয়েছে তাঁর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন