Ravichandran Ashwin

দিন-রাতের টেস্টের প্রথম দিনেই অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

আমদাবাদ শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৫
Share:

উচ্ছসিত অশ্বিন ছবি টুইটার

ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় চার নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অলি পোপকে আউট করে ৫৯৯ উইকেটের মালিক হন ভারতের এই অফ-স্পিনার। তিনি পেছনে ফেলেন প্রাক্তন পেসার জাহির খানকে (৫৯৭ উইকেট)।

Advertisement

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট প্রাপকদের দলে প্রথমেই রয়েছেন প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। ৯৫৩টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে অফ-স্পিনার হরভজন সিংহ। তাঁর ঝুলিতে আছে ৭০৭টি উইকেট। তিন নম্বরে আছেন কপিল দেব। ৬৮৭টি উইকেট নিয়েছেন তিনি।

বুধবার থেকে শুরু হওয়া দিন-রাতের টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট তুলে নেন অশ্বিন। তাঁর বলে আউট হন ইংল্যান্ড অধিনায়ক জো রুট, অলি পোপ ও জ্যাক লিচ। অশ্বিন ও অক্ষর প্যাটেলের দাপটে ১১২ রানেই শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৯৯। অর্ধশতরান করে ক্রিজে আছেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন