India vs England 2021

অনন্য নজির, শতরান করে রোহিত শর্মা নাম তুললেন ক্রিস গেলের পাশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই শতরানের নজির গড়লেন রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৩
Share:

রোহিত শর্মা নাম তুলে ফেললেন ক্রিস গেলের পাশে।

এতদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না। চেন্নাইতে দ্বিতীয় টেস্টে সেটা করে ফেলতেই রোহিত শর্মা নাম তুলে ফেললেন ক্রিস গেলের পাশে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই শতরানের নজির গড়লেন রোহিত। বিশ্বে এই কৃতিত্ব আর আছে শুধু গেলের।

Advertisement

একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের দুটি শতরান আছে। প্রথমটি ২০১৮ সালে নটিংহ্যামে অপরাজিত ১৩৭ রান। পরেরটি ২০১৯ সালে বিশ্বকাপে বার্মিংহামে ১০২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের একটিই শতরান। সেটি ২০১৮ সালে ব্রিস্টলে অপরাজিত ১০০ রান। এরপর চলতি চেন্নাই টেস্টে প্রথম দিনই রোহিতের ১৬১ রান।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের গেলের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনটি শতরান আছে। প্রথমটি ২০০৪ সালে ওভালে ১০৫ রান। দ্বিতীয়টি ২০০৯ সালে কিংস্টনে ১০৪ রান। শেষটি ২০০৯ সালে পোর্ট অফ স্পেনে ১০২ রান। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের শতরানের সংখ্যা চার। প্রথমটি ২০০৪ সালে লর্ডসে অপরাজিত ১৩২ রান। দ্বিতীয়টি ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমদাবাদে ১০১ রান। পরেরটি ২০১৯ সালে ব্রিজটাউনে ১৩৫ রান। শেষটি সেই সিরিজেই সেন্ট জর্জেসে ১৬২ রান। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের একটিই শতরান। সেটি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বইয়ে অপরাজিত ১০০ রান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন