India vs England 2021

ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলীদের একদিনের সিরিজের দল ঘোষণা, দেখে নিন কে এলেন, কে গেলেন

পেস আক্রমণের দায়িত্ব থাকছে ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজদের ওপর। পেস আক্রমণে নতুন মুখ কলকাতা নাইট রাইডার্সের প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১১:২৪
Share:

একদিনের দল ঘোষণা ভারতের। ছবি: পিটিআই

বিরাট কোহলীর একদিনের দলেও ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। দলে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ। উইকেটরক্ষক হিসেবে দলে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল। সূর্যকুমারের জায়গা হলেও ঈশান কিষাণকে নেওয়া হল না একদিনের দলে।

Advertisement

২৩ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজে ওপেনার হিসেবে থাকছেন রোহিত শর্মা, শিখর ধওয়ন এবং শুভমন গিল। অধিনায়ক কোহলীর সঙ্গে মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমাররা। ২ পাণ্ড্য ভাইকেও রাখা হয়েছে একদিনের দলে। যশপ্রীত বুমরাকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। পেস আক্রমণের দায়িত্ব থাকছে ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজদের ওপর। পেস আক্রমণে নতুন মুখ কলকাতা নাইট রাইডার্সের প্রসিদ্ধ কৃষ্ণ। কুল-চা জুটিকেও দলে রেখেছেন নির্বাচকরা।

টি২০ সিরিজের শেষ ম্যাচ শনিবার। সেই ম্যাচে যে জিতবে সিরিজ তার। একদিনের সিরিজের দলও তার মাঝেই ঘোষণা করে দিল ভারত।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন