Ishan Kishan

ধোনির কথা মনে পড়ছে, টুইটে ইঙ্গিত সহবাগের

অভিষেক ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ঈশান কিশানের কাছে। ২৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছে ভারতীয় জার্সিতে ঝড় তুলে অভিযান শুরু করলেন তিনি। ঈশানের ইনিংসে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর থেকে ওয়াসিম জাফর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ০৪:৪৭
Share:

ঈশান ৩২ বলে ৫৬ ছবি: রয়টার্স

অভিষেক ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ঈশান কিশানের কাছে। ২৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছে ভারতীয় জার্সিতে ঝড় তুলে অভিযান শুরু করলেন তিনি। ঈশানের ইনিংসে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর থেকে ওয়াসিম জাফর।

Advertisement

বীরেন্দ্র সহবাগের আবার অতীতের এক উইকেটকিপারের কথা মনে পড়ে যাচ্ছে। যিনি ব্যাটিং অর্ডারে শুরুর দিকে নেমে ঝড় তুলেছিলেন। তিনি কি মহেন্দ্র সিংহ ধোনি? নাম করেননি সহবাগ। তবে ইঙ্গিতে পরিষ্কার, ঈশানের মধ্যে ধোনির ছায়া দেখছেন বীরু। তাঁর টুইট, ‘‘ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার ব্যাটিং অর্ডারে আগে নেমে নিজের দক্ষতা প্রমাণ করল। এ রকম আগেও হয়েছে। ঈশান কিশানের ভয়ডরহীন এবং আগ্রাসী ব্যাটিং দারুণ লাগল।’’ প্রসঙ্গত ঈশানের মতো ধোনিও কিন্তু ঝাড়খণ্ডেরই ক্রিকেটার।

মঞ্জরেকরের টুইট, “এটাই নতুন প্রজন্মের ভারতীয় ব্যাটসম্যানের আচরণ। ঈশান তোমাকে কুর্নিশ।” ওয়াসিম জাফর লিখেছেন, “ঈশান টি-টোয়েন্টির জন্য আদর্শ ওপেনার। তোমার এই ইনিংস ভুলব না।” মাইকেল ভনও লিখলেন, “দুরন্ত খেলল।” ঈশানের মতোই মুম্বই ইন্ডিয়ান্সের আর এক ক্রিকেটারের অভিষেক হল এ দিন। তিনি সূর্ষকুমার যাদব। আইপিএল ও রাজ্য স্তরে একাধিক ম্যাচ জেতানোর পরেও ভারতীয় দলের দরজা খুলছিল না তাঁর। রবিবার স্বপ্ন সত্যি হল সূর্যের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন