India

তৃতীয় টেস্ট জিতে সিরিজে ২-০তে এগোল ভারত

ইংল্যান্ডকে তৃতীয় টেস্টে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। এদিন ব্যাট হাতে দারুণ সফল পার্থিব পটেল। করলেন অপরাজিত ৬৭ রান। পাঁচ দিনের ম্যাচ শেষ হয়ে গেল চতুর্থ দিনই। ব

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৪:৩৮
Share:

ফাইল চিত্র

ইংল্যান্ড ২৮৩ এবং ২৩৬

Advertisement

ভারত ৪১৭ এবং ১০৪/২

বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন পার্থিব পটেল।

Advertisement

আর ছ’রান করলেই জয় ভারতের।হাতে রয়েছে আট উইকেট। ভারত ৯৭/২।

পূজারা আউট। ব্যাট করতে এলেন বিরাট কোহালি।

পার্থিব পটেলের হাফ সেঞ্চুরি।

এই মুহূর্তে ব্যাট করছেন পার্থিব পটেল ও চেতেশ্বর পূজারা।

আর ৩০ রান করলেই জিতে যাবে ভারত।

১৪তম ওভারে রশিদকে পার্থিব পটেলের পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। লক্ষ্য নেমে দাড়়াল ৩০ রানে।

১৩ ওভার শেষে ভারত ৬৩/১। হাতে রয়েছে নয় উইকেট।

১২ ওভারের শেষে ভারত ৫৭/১।

রুট (৭৮), হামিদ (৫৯ নঃআঃ) এবং কিছুটা ওকস (৩০) ছাড়া আর কেউই দাঁড়াতে পারলেন না মোহালির উইকেটে। ফলে ২৩৬ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জিততে ভারতের চাই মাত্র ১০৩ রান।

আজ চতুর্থ দিনের শুরুতেই ব্যাটিকে শূন্য রানে ফিরিয়ে দেন জাডেজা। ইংল্যান্ডের ১০৭ রানের মাথায় জয়ন্ত যাদবের বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাটলার (১৮)। সপ্তম উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন রুট আর হামিদ। গতকাল ৩৬ রানে নট আউট ছিলেন রুট। আজ দলের ১৫২ রানের মাথায় জাডেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৭৮ রান করে। অষ্টম উইকেটে হামিদ আর ওকস তোলেন ৪৩ রান। শামির বলে কট বিহাইন্ড দ্য উইকেট হয়ে ফিরে যান ওকস। এর পর কোনও রান না করে শামির বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন রশিদ। শেষ উইকেটে অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে ৪১ রান তোলেন হামিদ। কিন্তু অ্যান্ডারসন রান আউট হতেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন কাল ৩ উইকেট নিয়েছিলেন। আজ আর নতুন করে কোনও উইকেট পাননি। শামি, জাডেজা এবং জয়ন্ত যাদব ২টি করে উইকেট পেয়েছেন এই ইনিংসে।

আরও পড়ুন- বিরাটের আগ্রাসন বেরিয়ে এল জাডেজার হুঙ্কারে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন