Dinesh karthik

India vs England Test: থাম্বস আপ! দীনেশ কার্তিকের ধারাভাষ্যের প্রশংসা শাস্ত্রীর

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন শাস্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৪:৪৯
Share:

রবি শাস্ত্রী টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক করেছেন দীনেশ কার্তিক। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও ধারাভাষ্য দিচ্ছেন কেকেআর-এর এই ক্রিকেটার। তাঁর ধারাভাষ্য শুনে ‘থাম্বস আপ’ দেখিয়ে প্রশংসা করলেন ভারতের প্রশিক্ষক রবি শাস্ত্রী। খেলা চলাকালীন ডেভিড লয়েডও কার্তিকের প্রশংসা করেন। সেই সময় হাত তুলে লয়েডকে সমর্থন জানান শাস্ত্রী।

Advertisement

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন শাস্ত্রী। ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে কাজ করার আগে ধারাভাষ্যকার হিসেবে বেশ জনপ্রিয়ও ছিলেন ৫৯ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার।

শাস্ত্রীর ছবি দেখে নেটাগরিকরাও প্রশংসা করেছেন কার্তিকের। তাঁদের উত্তরও দিয়েছেন কেকেআর–এর প্রাক্তন অধিনায়ক।

Advertisement

প্রথম দিনের শেষে ভাল জায়গায় রয়েছে ভারত। ১৮৩ রানে ইংল্যান্ডের সব উইকেট তুলে নিয়ে দিনের শেষে ভারত বিনা উইকেটে ২১ রান করেছে।

ধারাভাষ্যকারের ভূমিকায় দীনেশ কার্তিক টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন