Indian Cricket team

India vs England Test: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাবাকে মনে পড়ছে বিরাট কোহলীর

২০০৬ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সময় পিতৃবিয়োগের খবর পেয়েছিলেন বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ২১:৩৫
Share:

বাবার প্রসঙ্গ উঠলেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাট।

বাইরে থেকে দেখলে তাঁকে অনেকের রুক্ষ মনে হয়। বাইশ গজের যুদ্ধে সবসময় গনগনে মেজাজে থাকেন। তবে পরিবারের কথা উঠলে এখনও আগের মতোই আবেগপ্রবণ হয়ে ওঠেন বিরাট কোহলী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে প্রয়াত বাবাকে বারবার মনে পড়ছে বিরাটের।

Advertisement

প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিকের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। সেই আলাপচারিতায় উঠে এসেছে প্রেম কোহলীর প্রসঙ্গ।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট বলেন, “দেশের হয়ে খেলছি, সেটা বাবা দেখে যেতে পারলেন না। এখন আমাদের মেয়ে হয়েছে। মা নাতনিকে নিয়ে খুব খুশি। মাঝে মাঝে ভাবি বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন।”

Advertisement

২০০৬ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সময় পিতৃবিয়োগের খবর পেয়েছিলেন বিরাট। সেই ঘটনার দুই বছর পর ২০০৮ সালে ভারতের হয়ে তাঁর অভিষেক ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন