Rohit Sharma

সাত উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালেন রোহিতরা

জেতার জন্য ১৫৯ করতে হত ভারতকে। ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছল ভারত (১৬২/৩)। জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২৯ বলে করলেন ৫০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৮
Share:

ম্যাচের সেরা ক্রুনাল পান্ড্যকে অভিনন্দন সতীর্থদের। ছবি: এএফপি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে সাত বল বাকি থাকতে সাত উইকেটে নিউজিল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া। সিরিজ এখন ১-১। রবিবার হ্যামিলটনের সিডন পার্কে হবে সিরিজের ফয়সালা।

Advertisement

জেতার জন্য ১৫৯ করতে হত ভারতকে। ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছল ভারত (১৬২/৩)। জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২৯ বলে করলেন ৫০। শিখর ধওয়ন ( ৩১ বলে ৩০), ঋষভ পন্থ (২৮ বলে অপরাজিত ৪০) রান পেলেন। বিজয় শঙ্কর (আট বলে ১৪) চালাতে গিয়ে ফিরলেও নির্ভরতা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি (১৭ বলে অপরাজিত ২০)।

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছিল। ছয় নম্বরে নেমে ঝড় তুলেছিলেন কলিন ডি গ্র্যান্ডহোমি (২৮ বলে ৫০)। যাতে ছিল চারটি ছয়। রস টেলরও (৩৬ বলে ৪২) সঙ্গতে ছিলেন। ৫০ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর গ্র্যান্ডহোমি-টেলর পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করেছিলেন। কিন্তু, তারপর ভারতীয় বোলারদের নিখুঁত নিশানা আটকে রাখে কিউই ব্যাটসম্যানদের। আট উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ড। ভারতের সফলতম বোলার ক্রুনাল পান্ড্য (৩/২৮)। তিনিই হলেন ম্যাচের সেরা। খলিল আহমেদ ২৭ রানে নেন দুই উইকেট।

Advertisement

আরও পড়ুন: ছয় মেরে গাপ্টিলকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে সবার উপরে রোহিত​

আরও পড়ুন: হটস্পটে ধরা পড়ল ব্যাটের স্পর্শ, তবুও এলবিডব্লিউ ড্যারিল মিচেল!​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement