Virat Kohli

শুধু কিউইরা নয়, ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ইতিহাসও

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে ভারত খেলেছে মোট ৩৫ ওয়ানডে। তার মধ্যে জয় এসেছে দশটিতে। শেষ সফরে ২০১৪-১৫ মরসুমে ০-৪ ফলে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি এখনও এই দলের অনেকের কাছেই টাটকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নেপিয়ার শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৬:৪৬
Share:

কার হাতে উঠবে এই ট্রফি, উইলিয়ামসন নাকি কোহালি? নেপিয়ারে মঙ্গলবার। ছবি টুইটারের সৌজন্যে।

বুধবার থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে শুধু কেন উইলিয়ামসন বাহিনীই থাকছে না। ইতিহাসও থাকছে বিপক্ষে। কারণ, নিউজিল্যান্ডে ভারত ৫০ ওভারের ফরম্যাটে হেরেছে অধিকাংশ ম্যাচই।

Advertisement

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে ভারত খেলেছে মোট ৩৫ ওয়ানডে। তার মধ্যে জয় এসেছে দশটিতে। শেষ সফরে ২০১৪-১৫ মরসুমে ০-৪ ফলে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি এখনও এই দলের অনেকের কাছেই টাটকা। এদেশে একবারই মাত্র ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। সেটা ২০০৯ সালে। মহেন্দ্র সিংহ ধোনির দল জিতেছিল ৩-১ ফলে।

ভারতীয় দল এখন বিশ্বকাপের দিকে চোখ রেখে খেলছে ওয়ানডে সিরিজে। আইসিসির একদিনের তালিকায় বিরাট কোহালির দল রয়েছে দুই নম্বরে। আর তিন নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল। ঘরের মাঠে খেলছে বলেই নিউজিল্যান্ডকে আরও শক্তিশালী দেখাচ্ছে। ভারত অধিনায়ক তাই গুরুত্ব দিচ্ছেন বিপক্ষকে। কোহালি বলেছেন, “ওরা বিশ্বের তিন নম্বর দল। এটাতেই বোঝা যায় যে ওরা কত ধারাবাহিক থেকেছে গত কয়েক বছরে। ভারতে এসে মুম্বইয়ে ওরা হারিয়ে দিয়েছিল আমাদেরকে। বাকি ম্যাচগুলোও হাড্ডাহাড্ডি লড়াইয়ের হয়েছিল। ওদের দলে দারুণ ভারসাম্য রয়েছে বল উপলব্ধিও করেছিলাম।”

Advertisement

আরও পড়ুন: আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ঋষভ পন্থ​

আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার, সেরা টেস্ট-ওয়ানডে ক্রিকেটারও, পুরস্কারের হ্যাটট্রিক কোহালির​

অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজে জিতে ইতিহাস সৃষ্টি করলেও ওপেনিংয়ে শিখর ধওয়নের পারফরম্যান্স চিন্তায় রাখছে ভারতীয় দলকে। শেষ নয় ম্যাচে ধওয়নের সর্বাধিক রান হল ৩৫। যা চিন্তায় রাখছে। বিকল্প ওপেনার হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভমান গিল। তবে ধওয়নকে বসানোর ভাবনা নেই শিবিরে। মিডল অর্ডারে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব ও দীনেশ কার্তিক।

অলরাউন্ডার হার্দিক পান্ড্যর অনুপস্থিতিতে বিজয় শঙ্করকে খেলানোর সম্ভাবনা জোরালো। মেলবোর্নেও খেলেছিলেন বিজয়। ভারতীয় বোলিংয়ে দেখার হল কুলদীপ যাদবকে খেলানো হয় কিনা। অস্ট্রেলিয়ায় শেষ একদিনের ম্যাচে যুজভেন্দ্র চহাল ছয় উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ্র জাডেজা। বুধবার কুলদীপকেও খেলানো হতে পারে। দুই পেসার অবশ্যই ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন