যুব বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গত বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৪
Share:

প্রতীকী ছবি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে শেষ চারে ভারতের মুখোমুখি পাকিস্তান। বুধবার অস্ট্রেলিয়াকে ভারত হারানোর পরেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ চারের দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছিল। এ দিন আফগানিস্তানকে হারানোর পরে ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হয়ে গেল।

Advertisement

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গত বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭২ রান করে ভারত। তিন নম্বরে নেমে ৯৪ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস উপহার দেন শুভমন গিল। জবাবে ৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। চার উইকেট পেয়েছিলেন বাংলার পেসার ঈশান পোড়েল।

সে ম্যাচ থেকেই ভারতীয় ক্রিকেটমহলে নজর কাড়েন পঞ্জাবের তরুণ ব্যাটসম্যান শুভমন। এখন ভারতীয় ‘এ’ দলের নিয়মিত সদস্য। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলেও জায়গা করে নিয়েছেন। ঈশান পোড়েলও সে ম্যাচ থেকেই পরিচিত হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট মানচিত্রে। বর্তমানে তিনিও ‘এ’ দলের হয়ে খেলছেন।

Advertisement

আরও পড়ুন: মণীশের লড়াই, শার্দূলের শেষ ওভারেই ৪-০

এখান থেকেই পরিষ্কার, জুনিয়র বিশ্বকাপে এই ম্যাচের উপরে নজর থাকে সারা ভারতের ক্রিকেটপ্রেমীদের। এই দ্বৈরথ থেকেই উঠে আসেন কোনও এক শুভমন, কোনও এক ঈশান অথবা বিরাট কোহালি, রবিন্দ্র জাডেজাদের মতো তারকারা। বর্তমান ভারতীয় দল থেকেও যশস্বী জয়সোয়াল, প্রিয়ম গর্গ, রবি বিষ্ণোইদের তারকা হয়ে ওঠার বড় সুযোগ মঙ্গলবার।

আরও পড়ুন: বন্ধু জেরেভের বুম বুম সার্ভিস থামিয়ে ট্রফির লড়াইয়ে থিম

আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ পাক দলের অধিনায়ক রোহেল নাজির বলে দিয়েছেন, ‘‘ভারত ভাল দল। ওদের বিরুদ্ধে ভাল ক্রিকেট না খেললে জেতার উপায় নেই। অন্য একটি ম্যাচ হিসেবেই দেখছি।’’ তিনি যোগ করেন, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে ভাল সমর্থন পেয়েছি। ভারতের বিরুদ্ধেও আমরা এ রকমই সমর্থন চাই।’’

রোহেল আরও বলেন, ‘‘আফগানিস্তানকে হারিয়ে আগামী ম্যাচের জন্য আমরা আত্মবিশ্বাসী। এই ছন্দ বজায় রাখতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন