India vs Sri Lanka

মাত্র ১১.৫ ওভার খেলা, তাতেই ভারতকে কাঁপিয়ে দিল লকমলের বল

লাগাতার  ঝিরঝিরে বৃষ্টির কারণে এখনও টসও করা সম্ভব হয়নি। লাঞ্চ ব্রেকও ঘোষণা করে দেওয়া হয়েছে সময়ের আগে। তবে এখন ধীরে ধীরে গ্রাউন্ডস ম্যানরা মাঠ থেকে কভার সরাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ১২:৩৩
Share:

ভারত অধিনায়ককে আউট করে লকমল। ছবি: বিসিসিআই।

• প্রথম দিনের খেলা শেষে ভারত ১৭/৩(১১.৫)। শ্রীলঙ্কার হয়ে অনবদ্য পারফরম্যান্স সুরঙ্গ লকমলের। লকমলের বোলিং ফিগার ৬-৬-০-৩।

Advertisement

• খারাপ আলো এবং লাগাতার ঝিরঝিরে বৃষ্টিকে মাথায় রেখে প্রথম দিনের খেলায় ইতি ঘোষণা করলেন আম্পায়াররা।

• মাঠেই নেমেই ফের এক বার কামাল দেখালেন লকমল। আউট হলেন বিরাট কোহালি(০)।

Advertisement

• ১০ ওভারে ভারত ১৭/২।

• আরও এক বার মাঠে নামল দুই দলের ক্রিকেটারেরা। শুরু হল খেলা।

• নির্ধারিত সূচির কিছু আগেই টি ঘোষণা করা হল।

খেলা শুরুর অপেক্ষায় সমর্থকেরা।-নিজস্ব চিত্র।

• ফের শুরু হল বৃষ্টি ।

• বন্ধ হয়ে গেল খেলা। মাত্র ৮.২ খেলার পরই খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল খেলা।

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন শিখর ধবন।

• আউট... ম্যাচের প্রথম বলেই উইকেট হারাল ভারত লকমলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কেএল রাহুল।

• শুরু হল খেলা

• ঝিরি ঝিরি বৃষ্টির কারণে ফের পিচ কভার নিয়ে মাঠে নেমে পড়লেন গ্রাউন্ডসম্যানরা।

• ফের পিছিয়ে গেল খেলা। দুই দলের ক্রিকেটাররা মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফিরে গেলেন ড্রেসিংরুমে।

• আজকে মোট ৫৫ ওভার খেলা হবে।

ম্যাচ শুরুর আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় সমর্থকেরা।-নিজস্ব চিত্র।

• ইডেনের বাতিস্তম্ভ জ্বলে উঠেছে।

• ১:৩০টা থেকে শুরু হবে খেলা, টি টাইম ৩:৩০টা। ৩:৫০-৬:০০ পর্যন্ত হবে ফাইনাল সেশনের খেলা।

ভারত: শিখর ধবন, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মহম্মদ সামি

শ্রীলঙ্কা: দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাউইক্রামা, লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেল ম্যাথুজ, দীনেশ চণ্ডিমল, নিরোশন ডিকবেলা, দাসান শানাকা, দিলরুওয়ানা পেরেরা, রঙ্গনা হেরথ, সুরঙ্গ লকমল, লাহিরু গামাগে

মাঠের দিকে চেয়ে ভারত অধিনায়ক।-নিজস্ব চিত্র।

• টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার।

• দুই দলের ক্রিকেটাররাই মাঠে বেড়িয়েছেন। হালকা অনুশীলনও করছে।

• ক্রিকেট প্রেমীদের জন্য খুশির থবর। কিছুক্ষণের মধ্যেই টস হওয়ার কথা।

• ম্যাচ করার বিষয় আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন ম্যাচ কন্ডিশানে মাঠ আনতে এক ঘন্টার বেশি লাগবে না।

পিচ থেকে কভার সরাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।—নিজস্ব চিত্র।

কলকাতায় বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-শ্রীলঙ্কার টেস্টে প্রথম দিনের প্রথম সেশন। লাগাতার ঝিরঝিরে বৃষ্টির কারণে এখনও টসও করা সম্ভব হয়নি। লাঞ্চ ব্রেকও ঘোষণা করে দেওয়া হয়েছে সময়ের আগে। তবে এখন ধীরে ধীরে গ্রাউন্ডস ম্যানরা মাঠ থেকে কভার সরাচ্ছেন। পিচ পরিদর্শন করে গেছেন দুই আম্পায়ারও। আশা করা হচ্ছে কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন