India vs Sri Lanka

ইডেনের পিচ ক্রমশ মন্থর, মীমাংসার সম্ভাবনা ক্ষীণ

তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ১৬৫/৪। কিন্তু ইডেন টেস্টের চতুর্থ দিন শুরু হতেই বল হাতে আগুন ঝরাতে থাকে ভারতীয় পেসাররা। দিনের শুরুতেই অধিনায়ক চন্ডীমল(২৮) এবং ডিকবেলাকে(৩৫) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১২:০১
Share:

ম্যাচের মাঝে সতীর্থদের সঙ্গে আলোচনায় বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

• শেষ হল চতুর্থ দিনের খেলা। দিনের শেষে ভারতের রান ১৭১/১। ৪৯ রানের লিড নিয়ে এ দিন মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া।

Advertisement

• ৩৮ ওভারে ভারত ১৬৬/১।

• প্রথম উইকেট হারাল ভারত। ৯৪ রানে প্যাভিলিয়নে ফিরলেন শিখর ধবন।

Advertisement

• ৩১ ওভারে ভারত ১৪০/০।

• শ্রীলঙ্কার ১২২ রানের লিড টপকে গেল ভারত।

• ১৯ ওভারে ভারত ৮৩/০।

• ১৫ ওভারে ভারত ৬০/০

• ৭ ওভারে ভারত ২৯/০।

• শ্রীলঙ্কার ১২২ রানের লিডকে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামল ভারত।

২৯৪ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস। ১২২ রানের লিড নিল শ্রীলঙ্কা। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি। দু'টি উইকেট উমেশ যাদবের। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান রঙ্গনা হেরাথের(৬৭)। এ ছাড়াও রান পান অ্যাঞ্জেল ম্যাথুজ(৫২) এবং লাহিরু থিরিমানে(৫১)।

• ৬৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রঙ্গনা হেরাথ।

• ১০০ রানের লিড নিল শ্রীলঙ্কা।

• অর্ধশতরান করলেন রঙ্গনা হেরাথ।

• লাঞ্চ শেষে মাঠে নামল দুই দল।

তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ১৬৫/৪। কিন্তু ইডেন টেস্টের চতুর্থ দিন শুরু হতেই বল হাতে আগুন ঝরাতে থাকে ভারতীয় পেসাররা। দিনের শুরুতেই অধিনায়ক চন্ডীমল(২৮) এবং ডিকবেলাকে(৩৫) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি। এর পর এক এক করে নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৭৪ ওভারে শ্রীলঙ্কার রান ২৬৩/৮। শ্রীলঙ্কার হয়ে লড়ছেন রঙ্গনা হেরথ এবং সুরঙ্গ লকমল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন