India

India vs Sri Lanka: কোহলীদের ছাড়াও দ্রাবিড়-ধবনদের অনায়াসে সিরিজ জয়, এ বার নায়ক চাহার

বল হাতে ৫৩ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ম্যাচ জেতালেন দীপক। খেললেন ৮২ বলে ৬৯ রানের ইনিংস। মারলেন ৭টি চার ও ১টি ছয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৩:৫৯
Share:

বোলিংয়ের পর এ বার ব্যাট হাতেও লড়ছেন দীপক চাহর। ফাইল চিত্র

মূল ঘটনা

২৩:৩৭ সর্বশেষ
৫০তম ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচ ও একদিনের সিরিজ জিতিয়ে দিলেন দীপক চাহর।
২৩:২১
৪৯ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান তুলে দিল ভারত। শেষ ওভারে দরকার মাত্র ৩ রান।
২৩:১৮
আবার চার মারলেন দীপক চাহর।
২৩:১৪
৪৭ ওভারে ভারতের রান ২৬০ রানে ৭ উইকেট। জেতার জন্য ১৮ বলে ১৬ রান করতে হবে।
২৩:০২
৬৪ বলে ৫০ রানে ব্যাট করছেন দীপক চাহর। সঙ্গ দিচ্ছেন ভুবি।
২৩:০২
৪৫ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৪৫।
২২:৫৬
শেষ বেলায় জমে উঠেছে খেলা। দীপক চাহর ও ভুবনেশ্বর কুমার সিরিজ এবং ম্যাচ জেতার মরিয়া লড়াই করছেন।
২২:২৬
এ বার ফিরলেন ক্রুনাল পাণ্ড্য। আরও চাপে ভারত।
২১:৪৩
অর্ধ শতরান করলেও দলকে বাঁচাতে পারলেন না সূর্য কুমার যাদব। ভারত ১৬০ রানে ৬ উইকেট।
২১:৩৪
২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে ভারত।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:৩৭ key status

৫০তম ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচ ও একদিনের সিরিজ জিতিয়ে দিলেন দীপক চাহর।

বল হাতে ৫৩ রানে ২ উইকেট নেওয়ার পর এ বার ব্যাট হাতেও ম্যাচ জেতালেন দীপক। খেলেলেন ৮২ বলে ৬৯ রানের ইনিংস। মারলেন ৭টি চার ও ১টি ছয়। ভুবনেশ্বর কুমার ২৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। অষ্ঠম উইকেটে ৮৪ রানে জুটির জন্যই পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:২১ key status

৪৯ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান তুলে দিল ভারত। শেষ ওভারে দরকার মাত্র ৩ রান।

শেষ বলে চার মেরে সিরিজ জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন দীপক চাহর। 

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:১৮ key status

আবার চার মারলেন দীপক চাহর।

সিরিজ ও ম্যাচ জেতার জন্য দরকার ১০ বলে ১০ রান। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:১৪ key status

৪৭ ওভারে ভারতের রান ২৬০ রানে ৭ উইকেট। জেতার জন্য ১৮ বলে ১৬ রান করতে হবে।

হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু দীপক চাহর। তবুও দুষ্মন্ত চামিরার ৪৭তম ওভারে ১৩ রান নিল ভারত। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:০২ key status

৬৪ বলে ৫০ রানে ব্যাট করছেন দীপক চাহর। সঙ্গ দিচ্ছেন ভুবি।

ভারতকে জিততে হলে এখনও ৩৪ বলে ৩৩ রান করতে হবে। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২৩:০২ key status

৪৫ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৪৫।

ম্যাচ ও সিরিজ জয়ের জন্য দরকার ৩০ বলে ৩১ রান। দীপক ৫১ রানে ক্রিজে আছেন। 

একদিনের ক্রিকেটে প্রথম অর্ধ শতরানের পর দীপক চাহর। ছবি - টুইটার

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২২:৫৬ key status

শেষ বেলায় জমে উঠেছে খেলা। দীপক চাহর ও ভুবনেশ্বর কুমার সিরিজ এবং ম্যাচ জেতার মরিয়া লড়াই করছেন।

বল হাতে দুই উইকেট নেওয়ার পর এ বার দলের জন্য ব্যাট হাতে লড়ছেন দীপক। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২২:২৬ key status

এ বার ফিরলেন ক্রুনাল পাণ্ড্য। আরও চাপে ভারত।

৩৫ রান করে ম্যাচটা প্রায় ধরে নিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না। ওয়ানিন্দু হাসরঙ্গর বলে আউট হয়ে ফিরলেন ক্রুণাল। ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে আরও বিপাকে ভারত। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:৪৩ key status

অর্ধ শতরান করলেও দলকে বাঁচাতে পারলেন না সূর্য কুমার যাদব। ভারত ১৬০ রানে ৬ উইকেট।

আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অর্ধ শতরান করেছিলেন। এ দিন দ্বিতীয় একদিনের ম্যাচেও করলেন অর্ধ শতরান। কিন্তু লাভ হল না। ৪৪ বলে ৫৩ রান করে লক্ষণ সন্ধকনের বলে লেগ বিফোর হলেন এই মুম্বইকর। আরও চাপে ভারত। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:৩৪ key status

২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে ভারত।

ক্রিজে রয়েছেন সূর্য কুমার যাদব ও ক্রুণাল পাণ্ড্য। এই ম্যাচ জেতার সঙ্গে সিরিজ জিততে হলে এখনও ১২৯ রান করতে হবে। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:০৪ key status

বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থ হার্দিক পাণ্ড্য। খালি হাতে ফিরলেন। ভারত ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে।

ব্যাট করতে নেমে বিপক্ষের অধিনায়কের বলে আউট হলেন হার্দিক। আরও চাপে ভারত। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২০:৫৮ key status

বড় ধাক্কা খেল ভারত। রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন মনীশ পান্ডে। ভারত ১১৫ রানে ৪ উইকেট।

দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন ছন্দে থাকা মনীশ পান্ডে। দাশুন শণকার বলে সূর্য স্ট্রেট ড্রাইভ মারলে সেই বল শ্রীলঙ্কার অধিনায়কের হাতে লেগে অন্য প্রান্তের উইকেট ভেঙে দেয়। বাধ্য হয়ে ৩৭ রানে ফিরে গেলেন মনীশ। 

দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হলেন মনীশ। ছবি - টুইটার

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২০:৪৭ key status

১৬ ওভারের শেষে ৩ উইকেটে ১০৭ রান তুললো ভারত।

দলকে খাদের কিনারা থেকে তুলে আনার মরিয়া চেষ্টা করছেন মনীশ পান্ডে (৩৩) ও সূর্য কুমার যাদব (২৬)। 

অধিনায়ক ধবনকে ফেরাতেই ধনঞ্জয় ডি সিলভার উল্লাস। ছবি - টুইটার

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২০:৩৭ key status

১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তুললো ভারত। জয়ের জন্য আরও ১৮৯ রান করতে হবে।

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৯:৫৩ key status

পৃথ্বীর পর এ বার ঈশান কিশন। ৫ ওভারে ৩৯ রানে ২ উইকেট তুলে চাপ ভারত।

কাশুন রাজিতাকে স্কোয়ার কাট মারতে গেলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৯:৪৫ key status

ইনিংসের তৃতীয় ওভারে ১৩ রানে আউট হলেন পৃথ্বী শ। ভারত ২৮ রানে ১।

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৮:৫৩ key status

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রান তুললো শ্রীলঙ্কা। সিরিজ জিততে হলে ভারতকে ২৭৬ রান করতে হবে।

ইনিংসের মাঝের দিকে খেই হারালেও লড়াই করার মতো রান তুলে দিল শ্রীলঙ্কা। চহাল ৫০ রানে ৩ ও ভুবনেশ্বর ৫৪ রানে ৩ উইকেট নিলেন। দীপক চহার নিলেন ৫৩ রানে ২ উইকেট। 

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৮:২৮ key status

৪৬ ওভারে ৬ উইকেটে ২৩৮ রান তুললো শ্রীলঙ্কা।

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৮:০০ key status

এ বার বিপক্ষকে ধাক্কা দিলেন দীপক চাহর। ১৯৪ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা।

চহালকে শুভেচ্ছা জানাচ্ছেন শিখর ধবন। ছবি - টুইটার

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৭:৪৩ key status

ফের বল হাতে নিয়ে জ্বলে উঠলেন যুজবেন্দ্র চহাল। ১৭২ রানে ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা।

৩৬তম ওভারের দ্বিতীয় বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শণকাকে বোল্ড করে দিলেন চহাল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement