India vs Sri Lanka

India vs Sri Lanka: দ্বিতীয় টি ২০ ম্যাচ হবে বুধবারেই, পরের ম্যাচ বৃহস্পতিবার, জানিয়ে দিল বোর্ড

২৮ এবং ২৯ জুলাই পর পর দু’দিন টি ২০ ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ২২:০৩
Share:

২৮ এবং ২৯ জুলাই পর পর দু’দিন টি ২০ ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। ছবি: টুইটার থেকে

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলা হবে বুধবার। ভারতীয় অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর করোনা ধরা পড়ায় মঙ্গলবারের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। সেই ম্যাচ বুধবার হবে বলে জানিয়ে দিল ভারতীয় বোর্ড

২৮ এবং ২৯ জুলাই পর পর দু’দিন টি ২০ ম্যাচ খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। বোর্ডের তরফে জানানো হয়, ‘২৭ জুলাই ভারত বনাম শ্রীলঙ্কা টি ২০ ম্যাচ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেওয়া হয়। বুধবার সেই ম্যাচ খেলা হবে।’

Advertisement

মঙ্গলবার সকালে ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দুই দলকেই নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানায় সংবাদ সংস্থা এএনআই। তবে এখনও দুই দলের আর কেউই করোনা সংক্রমিত নন। তাই বুধবারেই ম্যাচ খেলা হবে বলে জানিয়েছে বোর্ড। তবে বুধবার ফের করোনা পরীক্ষা করা হবে।

Advertisement

বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রুণালের সঙ্গে আট জন এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। তবে দলের প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।’ ইতিমিধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবকে ইংল্যান্ডে পাঠানো হবে বলে সোমবার জানিয়েছিল বোর্ড। ক্রুণালের করোনা সংক্রমণের পর সেই পরিকল্পনায় কোনও পরিবর্তন হবে কি না তা এখনও জানায়নি বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement