Sports News

অনূর্দ্ধ-১৭র পর এ বার লক্ষ্য ১৯ বিশ্বকাপ

এই আগ্রহ প্রকাশ করে প্রফুল্ল পটেল বলেন, ‘‘এই বছর আমরা যে ভাবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করছি ঠিক সেভাবে সেই ধারা ধরে রাখতে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ আয়োজনও করতে চাইছি। আমরা ফিফার সঙ্গে এই নিয়ে আলোচনা করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২১:৪৭
Share:

অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে তা নিয়ে সাজ সাজ রব দেশ জুড়ে। এ বার ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের জন্যও ঝাঁপাতে চলেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। ১৭ বিশ্বকাপের মতো একই ফর্ম্যাটে খেলা হবে ১৯এও। সেই ২৪ দলেরই খেলা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি ভারত। এই অবস্থায় ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আরও বিশ্বমানের ইভেন্ট আয়োজন করতে মুখিয়ে রয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এমন অবস্থায় পরবর্তি টার্গেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

Advertisement

আরও খবর: আইএসএলের ড্রাফটিংয়ে মেহতাব হোসেন

মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল বলেন, ‘‘ভারতে ফুটবলের প্রসার ঘটাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করাই হবে সঠিক পদক্ষেপ।’’

Advertisement

এআইএফএফ সভাপতি এ দিন আরও বলেন, ‘‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট এ দেশে আয়োজন করা গেলে ভারতের ফুটবলপ্রেমী জনতা খেলাটাকে আরও আঁকড়ে ধরবে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এ বছরেই দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয়েছে। দু’বছর পর ২০১৯ সালে এই টুর্নামেন্ট ফের ভারতে আয়োজন করার জন্য ফিফার কাছে আবেদন জানাব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন