India vs west indies t20

আমেরিকা থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ধোনিদের

না, শেষ রক্ষা হল না। আমেরিকার মাটিতে সিরিজে সমতায় ফেরা হল না ধোনিবাহিনীর। প্রথম ম্যাচে এক রানে হারের পর দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে গেল বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:২৬
Share:

না, শেষ রক্ষা হল না।

Advertisement

আমেরিকার মাটিতে সিরিজে সমতায় ফেরা হল না ধোনিবাহিনীর। প্রথম ম্যাচে এক রানে হারের পর দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে গেল বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রানই তুলতে সক্ষম হন চার্লস, ব্রেথওয়েটরা। ক্যারিবিয়ানদের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান ওপেনার জনসন চার্লসের। করলেন ৪৩। আর কেউই ২০র গন্ডি পেরতে পারলেন না।

অমিত মিশ্রার তিন উইকেটের পাশাপাশি দু’টি করে উইকেট নিলেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও বুমরাহ। একটি উইকেট ভুবনেশ্বর কুমার। বোলারদের দাপটে ভারত ওয়েস্ট ইন্ডিজ কম রানে আটকে দিতে সক্ষম হলেও নিজেরাই ব্যাট করতে পারলেন না বেশিক্ষণ। ১৪৩ রানের সহজ লক্ষ্যে পৌঁছে সিরিজ ১-১ এ শেষ করার লক্ষ্যে ভারতের ইনিংস ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। কিন্তু ২ ওভার পর থেকেই শুরু প্রবল ঝড়, বৃষ্টি। ১০ রানে রোহিত ও ৪ রানে রাহানে অপরাজিত থাকলেও ১৫ রানেই থামতে হয় ভারতকে। প্রকৃতির রোষে সিরিজ হেরেই শেষ হল ধোনির ইউএসএ সফর। এখান থেকে ফিরে অনেকেই দলীপ ট্রফির ফাইনাল খেলতে নেমে পড়বেন কোমর বেঁধে। এর পরই শুরু হয়ে যাবে দীর্ঘ হোম সিরিজ। ২২ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট।

Advertisement

ম্যাচ শেষে ধোনি বলেন, ‘‘এটা এমন একটা ভেন্যু যেখানে আবার খেলতে আসতে চাই। লম্বা টুর্নামেন্ট খেলতে চাই এখানে। তিন দেশ বা চারদেশের কোনও সিরিজ। কিন্তু একই পিচে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মনে হচ্ছিল একই পিচে খেলছি তো। আমি বলছি না আমরা জিততামই। ভাল ব্যাটিং করতে পারলে এই ম্যাচ আমরা জিতে যেতাম।’’

আরও খবর

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ান ডে সিরিজ সেপ্টেম্বরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন