India Vs West Indies

টেস্ট সিরিজ শেষে ফ্লোরিডায় দুটো টি২০ খেলবে ভারত

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলছেন বিরাট কোহালিরা। চলছে দ্বিতীয় টেস্ট। তার মধ্যেই নিশ্চিত হয়ে গেল দুটো টি২০ ম্যাচ খেলার কথাও। আগামী ২২ অগস্ট চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে ত্রিনিদাদে। তার পরই ২৭ ও ২৮ অগস্ট দুটো টি২০ ম্যাচ খেলবে ভারত ও টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ১৮:৫৮
Share:

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলছেন বিরাট কোহালিরা। চলছে দ্বিতীয় টেস্ট। তার মধ্যেই নিশ্চিত হয়ে গেল দুটো টি২০ ম্যাচ খেলার কথাও। আগামী ২২ অগস্ট চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে ত্রিনিদাদে। তার পরই ২৭ ও ২৮ অগস্ট দুটো টি২০ ম্যাচ খেলবে ভারত ও টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে। ইউএসএতে টি২০ ম্যাচ আয়োজন করতে চেয়ে আইসিসিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। যদিও ২৮ অগস্ট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কের রিক্রিয়েশন ম্যানেজার ডানকান ফিঞ্চ বলেন, ‘‘আমরা ই-মেল পেয়েছি। আমাদের কাছে ২৪ থেকে ২৭ অগস্ট রয়েছে। কিন্তু ২৮ অগস্ট রবিবার ওরা চাইছে। ওদের রবিবার দিতে হলে আমাদের একটি ইভেন্টের বাতিল করতে হবে।’’

Advertisement

ভারতের টি২০ টিমের ১৫ জনের মধ্যে আট জনই রয়েছেন টেস্ট টিমে। বিরাট কোহালি, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিনরা রয়েছেন এই দলে। ২০১২তে প্রথম আইসিসির কাছে আবেদন জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ এ ফ্লোরিডায় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজ খেলেছিল এখানে। যদি শেষ পর্যন্ত ফ্লোরিডায় খেলা হয় তা হলে চার বছর পর আবার আইসিসির সম্পূর্ণ সদস্য দল হিসেবে খেলতে দেখা যাবে ইউএসএতে। ২০১৬র ২৮ জুলাই থেকে ৩১ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ছ’টি ম্যাচ হয়েছিল এই ফ্লোরিডায়।

আরও খবর

Advertisement

বৃষ্টি না ডোবালে দ্বিতীয় টেস্টেও জয়ের দিকে কোহালিরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement