ভারতের সামনে মলদ্বীপ

সাফ কাপের সেমিফাইনালে গত বছর যে টিমকে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করেছিল ভারত, এ বার সেই মলদ্বীপের মুখোমুখি হচ্ছে স্টিভন কনস্ট্যান্টাইনের দলও। বৃহস্পতিবার ফের এক বছর আগের স্মৃতি মাঠে ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া সুনীল ছেত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৮
Share:

সাফ কাপের সেমিফাইনালে গত বছর যে টিমকে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করেছিল ভারত, এ বার সেই মলদ্বীপের মুখোমুখি হচ্ছে স্টিভন কনস্ট্যান্টাইনের দলও। বৃহস্পতিবার ফের এক বছর আগের স্মৃতি মাঠে ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া সুনীল ছেত্রীরা। ভারতীয় কোচের নিষেধাজ্ঞা থাকায় ফুটবলাররা কথা বলতে চাইছেন না। তবে তিরুঅনন্তপুরমে জাতীয় দলের অন্দরমহলে এ দিন খোঁজ নিয়ে জানা গেল, মলদ্বীপের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতাই লক্ষ্য। যাতে ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস আমদানি করা যায়। শেষ পাঁচ বারের ফাইনালে তিন বার চ্যাম্পিয়ন, দু’বার রানার্স ভারত। আর ওই দু’বারের রাস্তায় হাঁটতে নারাজ সুনীলরা। এ দিন গ্রুপ লিগে আফগানিস্তান ৪-১ হারাল মলদ্বীপকে। অন্য সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফাইনাল রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন