কোহালিদের পাশে সচিন, কঠোর আজ্জু

একটা হারেই ভেঙে পড়ার কিছু নেই। ভারত টেস্ট সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। দিল্লিতে রবিবার একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করে বিরাট কোহালিদের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৬
Share:

‘প্রতিভা কোনও বাধা মানে না।’ ভক্তের উপহার পেয়ে টুইট করলেন সচিন তেন্ডুলকর।

একটা হারেই ভেঙে পড়ার কিছু নেই। ভারত টেস্ট সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। দিল্লিতে রবিবার একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করে বিরাট কোহালিদের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর।

Advertisement

‘‘প্রথম টেস্টটা খুব কঠিন ছিল আমাদের জন্য। তবে হার-জিত তো খেলারই অঙ্গ। একটা হার মানেই কিন্তু সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে, তা নয়,’’ বলেন তিনি। সঙ্গে যোগ করেন, ‘‘ভারতীয় দলের মনের জোর আমি জানি। তাই বলছি, ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। অস্ট্রেলিয়াও এটা খুব ভাল করে জানে। কারণ, যখন আমরা ওদের হারাই, আমরাও জানি যে ওরা পাল্টা জবাব দেবে।’’

আর এক প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আবার মনে করছেন ভারতের উচিত বেঙ্গালুরু টেস্টে ইশান্ত শর্মা আর জয়ন্ত যাদবকে প্রথম একাদশের বাইরে রাখা। তিনি বলেছেন, ‘‘যে কোনও ব্যাটিং ব্যর্থতা একটা টিমকে ব্যাকফুটে ঠেলে দেয়। এটা বলছি না সিরিজে ফেরার জায়গা নেই ভারতের। তবে কেমন পিচে আমরা খেলছি, সেটা মাথায় রাখতে হবে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মনে হয়, চিন্নাস্বামীর পিচে প্রথম টেস্টের মতো বল ঘুরবে না। তাই আমি বলব, জয়ন্ত যাদব আর ইশান্ত শর্মাকে প্রথম একাদশের বাইরে রাখা হোক।’’

Advertisement

কেন ইশান্ত শর্মাকে প্রথম একাদশের বাইরে রাখার প্রস্তাব দিচ্ছেন, সেটা বোঝাতে গিয়ে আজহার বলেছেন, ‘‘যে রকম পিচে খেলা হচ্ছে, আমার ধারণা ইশান্তের ব্যাক অব দ্য লেংথ বল কাজে আসবে না। তার থেকে দলে ভুবনেশ্বরের মতো এক জন সুইং বোলার নিয়ে আসুক বিরাট।’’

এর পাশাপাশি অস্ট্রেলিয়া কিন্তু এই জয়ের পরে ভারতকে হালকা খোঁচা দিতে ছাড়ছে না। হরভজনের ‘ভারত সফরে আসা সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়া দল’ বক্তব্যটা রবিবার টুইট করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেটাই রিটুইট করেন ডেভিড ওয়ার্নার। এর মধ্যেই আবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিম হিউজ বলেছেন, ‘‘পিচ বিকৃত করার চেষ্টা করলে সেটা আপনার পিছনেই কামড়ে দেবে। আমি বলব, ভারত যেন আর এই রাস্তায় না হাঁটে। আমার মনে হয় বেঙ্গালুরুতে আমরা ভাল পিচই দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন