Asian Games

সোনার হ্যাটট্রিক ভারতের, এশিয়ান গেমসে মেয়েদের পর ছেলেদের হাত ধরেও বৃহস্পতিতে সোনা দেশে

দিনের তৃতীয় সোনা জিতল ভারত। কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও দলগত বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৪:৩৪
Share:

সোনাজয়ী ভারতীয় দল। ছবি: পিটিআই।

কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও দলগত বিভাগে সোনা জিতলেন। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান।

Advertisement

ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা। উল্লেখ্য, তিরন্দাজিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার দিনের প্রথম পদক আসে কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর।

Advertisement

পুরুষ দলের জয়ের পর এশিয়ান গেমসের তৃতীয় সোনা এস তিরন্দাজি থেকে। এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন