Sports News

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার কলম্বোর ওভালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান মিতালি রাজ। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিংয়ের সামনে ৬৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৬
Share:

ভারতীয় মহিলা দলের জয়ের উল্লাস। ছবি: এপি।

পাকিস্তান ৬৭ (৪৩.৩ ওভার)

Advertisement

ভারত ৭০/৩ (২২.৩ ওভার)

সাত উইকেটে জয় ভারতের

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার কলম্বোর ওভালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান মিতালি রাজ। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলিংয়ের সামনে ৬৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৪৩.৪ ওভারই ব্যাট করতে সক্ষম হন নাহিদা, জাভেরিয়ারা। ২০ রানের গণ্ডিও পেড়তে পারেননি পাকিস্তানের কেউই। ওপেন করতে এসে আয়েশা জাপর ১৯ ও নাহিদা খান তিন রান করে আউট হন। এর পর বিসমা মারুফের ১৩ রান ছাড়া আর কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বাকিদের রান এরকম ২, ০, ১, ১, ১, ০, ২, ১। এত কম রানের লক্ষ্যে নেমে সহজেই জয়ের রান তুলে নেয় ভারত।

আরও খবর: অনুশীলন ম্যাচে ডবল সেঞ্চুরি করে নজর কাড়লেন শ্রেয়াস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement