ধোনিদের লজ্জার দিন দাপটে শুরু মিতালিদের

মহেন্দ্র সিংহ ধোনিদের ভরাডুবির দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ভাবে অভিযান শুরু ভারতের মেয়েদের। চিন্নাস্বামীর পিচে টস জিতে শক্তিশালী ভারতীয় ব্যাটিংকে পরীক্ষার মুখে ফেলার সিদ্ধান্ত নিয়ে সম্ভবত টুর্নামেন্টের শেষেও আফসোস করবেন জাহানারা আলম। যাঁর বাংলাদেশকে এ দিন প্রথম ম্যাচে বাহাত্তর রানে হারালেন মিতালি রাজরা।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ০৩:৫৭
Share:

ম্যাচের সেরা হরমনপ্রীত। ছবি: বিসিসিআই

মহেন্দ্র সিংহ ধোনিদের ভরাডুবির দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ভাবে অভিযান শুরু ভারতের মেয়েদের।

Advertisement

চিন্নাস্বামীর পিচে টস জিতে শক্তিশালী ভারতীয় ব্যাটিংকে পরীক্ষার মুখে ফেলার সিদ্ধান্ত নিয়ে সম্ভবত টুর্নামেন্টের শেষেও আফসোস করবেন জাহানারা আলম। যাঁর বাংলাদেশকে এ দিন প্রথম ম্যাচে বাহাত্তর রানে হারালেন মিতালি রাজরা।

ভারতের ১৬৩-৫ রানের জবাবে বাংলাদেশ কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে তোলে মাত্র ৯১। ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিতালি-ঝুলনদের ভারত নেমেছিল ফেভারিট হয়েই। তবে হরমনপ্রীত কউরের ২৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং ভারতীয় বোলারদের অবিরাম চাপের মুখে একপেশে লড়াইয়ে কোনও রকম প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ।

Advertisement

দুপুরের ম্যাচে দুই ভারতীয় ওপেনার মিতালি (৪২) ও ভেল্লাস্বামী বনিতাকে (৩৮) শুরুতে কোনও রকম সমস্যায় ফেলতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ বোলাররা। দ্বিতীয় ওভারেই অফস্পিনার সালমা খাতুনকে আনলেও দারুণ ফর্মে থাকা ভারতীয় ক্যাপ্টেন পর পর দু’টি বাউন্ডারি মেরে ইনিংসের ছন্দটা গড়ে দেন। অষ্টম ওভারে বনিতা ফেরার পর ব্যাক্তিগত ২৮ রানের মাথায় মিতালির সহজ কট অ্যান্ড বোল্ড ফস্কান বাংলাদেশের একুশ বছরের অফ স্পিনার খাদিজা তুল কুবরা। এর তিন ওভার পরেই অবশ্য জাহানারা আলমের বলে ক্যাচ তুলে ফেরেন মিতালি। ভারত পনেরো ওভারে ৯৫-২, এই অবস্থায় ম্যাচের সেরা হরমনপ্রীতের দু’টি ছক্কায় রান তোলার গিয়ার পাল্টায় ভারত। শেষের পাঁচ ওভারে আসে ৬৮ রান।

ভারতীয় বোলিংয়ের শুরু করেন ঝুলন। যিনি এ দিন উইকেট না পেলেও চার ওভারে ১৭ রান দিয়ে এক দিক থেকে চাপটা রেখেছিলেন। যার সুবিধে পেলেন দুই স্পিনার অনুজা পাটিল (২-১৬) ও পুনম যাদব (২-১৭)। প্রথম দশ ওভারে তিন উইকেটে মাত্র ৩৫ রান তোলার পর বাংলাদেশের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

ভারতের মেয়েদের পরের ম্যাচ শনিবার। যে দিন সন্ধ্যায় কলকাতায় ধোনির ভারত শাহিদ আফ্রিদিদের মহড়া নিতে নামার আগেই দুপুরে দিল্লিতে পাকিস্তানের মেয়েদের সঙ্গে টক্কর হবে ঝুলনদের।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১৬৩-৫ (মিতালি ৪২, হরমনপ্রীত ৪০)।
বাংলাদেশ ৯১-৫ (অনুজা ২-১৬, পুনম ২-১৭)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement