Sports News

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের রাস্তা তৈরি শুরু করে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা

শুরুর ধাক্কা সামলে প্রথম দিনই ভারতের ব্যাটসম্যানরা তুলে আনলেন জোড়া সেঞ্চুরি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। ওপের করতে নেম মাত্র চার বল খেলে দুই রান করেই প্যাভেলিয়নে ফিরলেন লোকেশ রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৫
Share:

ম্যাচ শেষে ভারতকে ভাল জায়গায় রেখেই ফিরলেন বিরাট-রাহানে।

ভারত ৩৫৬/৩ (৯০ ওভার)

Advertisement

বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে প্রথম দিনই ভারতের ব্যাটসম্যানরা তুলে আনলেন জোড়া সেঞ্চুরি।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। ওপের করতে নেম মাত্র চার বল খেলে দুই রান করেই প্যাভেলিয়নে ফিরলেন লোকেশ রাহুল। তাসকিন আহমেদের বলে বোল্ড হলেন তিনি। এখনও ধারাবাহিকতা ফিরে পাননি লোকেশ। ভারতীয় টেস্ট দলের ওপেনিং নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চলছেই। কখনও শিখর ধবন তো কখনও লোকেশ রাহুল, মাঝে ঘুরে গেলেন অভিজ্ঞ গৌতম গম্ভীর। কোনওভাবে দুই ওপেনার একসঙ্গে ক্লিক করছেন না। কিন্তু সদর্থক দিক হল একজন ফ্লপ করলে হাল ধরে নিচ্ছেন অন্যজন। এদিন যেমন সেই কাজটি করে গেলেন মুরলী বিজয়। ম্যাচ শেষ বিজয় বলেন, ‘‘আসলে আজ সবটাই আমার মতো করেই হয়েছে। খেলতে নামার আগে আত্মবিশ্বাসী ছিলাম। ভেবেছিলাম শেষ সিরিজে ঠিক যে ভাবে খেলেছিলাম সেই ভাবেই খেলব।’’

আরও খবর: বিরাট-বিজয়ের সেঞ্চুরি, হায়দরাবাদে প্রথম দিনেই অ্যাডভান্টেজ ভারত

ভারতকে সমর্থন করতে স্টেডিয়ামে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা।

তবে এখানেই শেষ নয়। জোড়া সেঞ্চুরির স্বপ্ন দেখিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। মুরলীর সঙ্গে সমর্থকদের সেই স্বপ্ন পূরণ করলেন স্বয়ং ক্যাপ্টেন কোহালি। পূজারা আউট হতেই সেই জায়গা নেন তিনি। চার নম্বরে নেমে চার হাঁকিয়েই নিজের ১৬তম সেঞ্চুরিটিও করে ফেললেন বিরাট কোহালি। ৮৭তম ওভারে নিজের সেঞ্চুরির সঙ্গেই ভারতকে পৌঁছে দিলেন তিনশোর উপরে। মুরলী বিজয় আউট হতেই বিরাটের সঙ্গে ব্যাট করতে আসেন অজিঙ্ক রাহানে। শুরু থেকেই সমানে সমানে লড়াই দিয়ে ভারতের রানকে নিয়ে যান ৩৫৬/৩এ। দিনের খেলা শেষ হয় সেখানেই। বিরাটের ১৪১ বলে ১১১ রানের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। রাহানের ব্যাট থেকে আসে ৬০ বলে ৪৫ রান। প্রথম দিনের খেলা শেষে ক্রিজে রয়েছেন বিরাট কোহালি ও অজিঙ্ক রাহানে। হাতে রয়েছে আরও চারদিন। দ্বিতীয় দিন পুরো ব্যাট করতে চাইবে ভারত। যদি পারে তা হলে রান ৬০০র গন্ডি ছাপিয়ে যাবে তা বলাই বাহুল্য। বিরাট কোহালির প্রশংসাও শোনা গেল মুরলীর মুখে। বলেন, ‘‘বিরাট অসাধারণ ব্যাট করেছে। আশা করছি ও এই ভাবেই ব্যাট করে যাবে।’’

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন