Sports News

৪৮তম বক্সিং গ্রাঁপ্রি থেকে পাঁচটি সোনা নিয়ে ফিরছে ভারত

অমিত ও কভিন্দর মুখোমুখি হয়েছিল অল-ইন্ডিয়া ফাইনালে। ৫২ কেজি বিভাগে আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল জোড়া পদক আসছে ভারতেরই ঘরে। সে যেই জিতুক না কেন। যেখানে কভিন্দরকে ৩-২এ হারিয়ে দেন অমিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ২০:৩৫
Share:

শিবা থাপা। -ফাইল চিত্র।

এখান থেকে ভারতের পদকের তালিকাটা বেশ দীর্ঘ। পাঁচটি সোনা তো আছেই। সঙ্গে দুটো রুপো ও একটি ব্রোঞ্জও এসেছে ভারতের দখলে। ৬০ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জ জয়ী শিবা থাপা, প্রাক্তন কমনওয়েলথ সোনাজয়ী মনোজ কুমার ৬৯ কেজি বিভাগে, ৫২ কেজি বিভাগে অমিত ফাঙ্গাল, ৫৬ কেজি বিভাগে গৌরভ বিধুরি, ৯১ কেজি বিভাগে সতীশ কুমার এই ইভেন্ট থেকে সোনা জিতেছে।

Advertisement

আরও খবর: মেয়েরা দেশের মন জিতে নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

এই ইভেন্ট থেকে রুপো জিতেছে ৫২ কেজি বিভাগে কভিন্দর বিস্ত ও ৮১ কেজি বিভাগে মনীশ পানওয়ার। অমিত ও কভিন্দর মুখোমুখি হয়েছিল অল-ইন্ডিয়া ফাইনালে। ৫২ কেজি বিভাগে আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল জোড়া পদক আসছে ভারতেরই ঘরে। সে যেই জিতুক না কেন। যেখানে কভিন্দরকে ৩-২এ হারিয়ে দেন অমিত। শিবা থাপা, ভারতীয় বক্সিংয়র বড় নাম, সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতে এসেছেন। আত্মবিশ্বাসটাও ছিল তুঙ্গে। এ বার সোনা নিয়ে ফিরছেন শিবা থাপা। অমিত, কভিন্দর, গৌরব, শিবা, মনোজ, সুমিত ও সতীশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement