Sports News

বছর শেষে একেই রইলেন অশ্বিন, দুইয়ে জাডেজা-কোহালি

ভারতীয় ক্রিকেটের বছরটা বেশ ভালই গেল। ২০১৬য় বিরাট কোহালির হাত ধরে টেস্ট ক্রিকেটে দারুণভাবে সফল ভারত। আর বল হাতে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেই বছর শেষ করলেন ভারতের দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১৬:৪৫
Share:

ভারতীয় ক্রিকেটের বছরটা বেশ ভালই গেল। ২০১৬য় বিরাট কোহালির হাত ধরে টেস্ট ক্রিকেটে দারুণভাবে সফল ভারত। আর বল হাতে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেই বছর শেষ করলেন ভারতের দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। টেস্ট বোলিংয়ের ব্যাটন যে এখন ভারতেই হাতে বছর শেষে সেই বার্তাই দিয়ে গেল আইসিসির র‌্যাঙ্কিং। সেরা অল-রাউন্ডারও অশ্বিন। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। যদিও সবাইকে অবাক করে এই কোহালিকেই আইসিসি রাখেনি বছরের সেরা টেস্ট দলে। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ১০ নম্বরে রয়েছেন ভারতেরই চেতেশ্বর পূজারা।

Advertisement

শুধু নিজেদের র‌্যাঙ্কিংয়েই যে উন্নতি করেছেন ক্রিকেটাররা এমন নয়, নিজেদের পারফর্মেন্সে দেশকেও শীর্ষে রেখেই বছর শেষ করেছেন কোহালিরা। নিউজিল্যান্ড সফরের মধ্যে পাকিস্তানকে নামিয়ে যে শীর্ষে উঠেছিল ভারত বছর শেষে সেই স্থানই ধরে রাখত ভারতীয় টেস্ট দল।

শুধু টেস্ট নয়, সদ্য প্রকাশিত হওয়া ওয়ান ডে র‌্যাঙ্কিংয়েও দু’নম্বরে রয়েছেন বিরাট কোহালি। শীর্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স। সেরা দশে ভারতের আর রয়েছেন রোহিত শর্মা। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে দু’নম্বরে থাকলেও টি২০তে শীর্ষে থেকেই শেষ করলেন বিরাট কোহালি। একদিনের বোলিংয়ের সেরা দশে একমাত্র রয়েছেন অক্ষর পটেল। তিনি রয়েছেন ন’য়ে। টি২০তে দু’নম্বরে রয়েছেন ভারতের বুমরাহ ও ছ’য়ে রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

আরও খবর: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০০০০তম এলবিডব্লুর শিকার আমলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন