Indian Cricket Team's Jersey

ভারতীয় ক্রিকেট ইতিহাসে ৩৮ জার্সি, সচিন একাই পরেছেন ৩২টি

আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে টিম বিরাটের জন্য নতুন জার্সি নিয়ে এল বিসিসিআই। বোর্ডের দাবি, ওয়ানডে এবং টি২০ তে ভারত এর আগে যে সব জার্সি পরে খেলেছে, তার চেয়ে বেশি আরামদায়ক, বেশি স্ট্রেচেবল। নির্দষ্ট তাপমাত্রা বজায় রাখবে নতুন জার্সি। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই জার্সি কী কী ইতিহাস বহন করবে, তা সময়ই বলবে। এর আগে আরও ৩৭টি জার্সি পরিবর্তন হয়েছে ভারতীয় দলের একদিনের ক্রিকেট এবং টি২০ টিমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৭:০৩
Share:
০১ ৩৮

১৯৮৫ - এই বছর বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত।

০২ ৩৮

১৯৯০ - ওয়ানডেতে সচিন তেন্ডুলকরের রানের হাতেখড়ি হয় এই বছরই।

Advertisement
০৩ ৩৮

১৯৯২ সালে ভারতীয় দলের জার্সি এটি।

০৪ ৩৮

১৯৯২ বিশ্বকাপে ভারতীয় দলের এমন জার্সি ছিল।

০৫ ৩৮

১৯৯৩ - হিরো কাপ জেতার মুহূর্ত

০৬ ৩৮

১৯৯৩- এই বছর আরও একবার জার্সি পরিবর্তন হয়।

০৭ ৩৮

১৯৯৪ - এই বছর তিন বার জার্সি পরিবর্তন হয়েছে। তার প্রথমটি হল হলুদ-নীল রংয়ের ভারতীয় জার্সি।

০৮ ৩৮

১৯৯৪ – দ্বিতীয় বার জার্সি পরিবর্তন করে একাধিক ট্রফি জেতে ভারত।

০৯ ৩৮

১৯৯৪ – বছরের তৃতীয় নতুন জার্সি পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন সচিন তেন্ডুলকর।

১০ ৩৮

১৯৯৫ – নতুন এই জার্সি পরে এশিয়া কাপ জেতে ভারত।

১১ ৩৮

১৯৯৬ (বিশ্বকাপ)- শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে হারে ভারত।

১২ ৩৮

১৯৯৬ -এই বছরে আরও একটি নতুন জার্সি পরে বিশ্বকাপে নেমেছিল টিম ইন্ডিয়া।

১৩ ৩৮

১৯৯৭ – ফের জার্সি বদল। তবে নতুন এই জার্সি সাফল্যও এনে দিয়েছে ভারতীয় দলে।

১৪ ৩৮

১৯৯৭ – নতুন জার্সিতে এই বছরই ক্রিকেটবিশ্ব দেখেছিল শারজায় সচিনের সেই মরুঝড়।

১৫ ৩৮

১৯৯৮ – এই বছর চার বার বদল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে।

১৬ ৩৮

১৯৯৮ – নতুন জার্সিতে ভারতের সেই ঐতিহাসিক হিরো কাপ জয়।

১৭ ৩৮

১৯৯৮ -জার্সি পরিবর্তনের পর ওয়ান ডেতে ভারতের অন্যতম সফল বছর।

১৮ ৩৮

১৯৯৮ – এই বছরই কোকা কোলা কাপ জেতে ভারত।

১৯ ৩৮

১৯৯৯ - এই বছরও চার বার বদল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে।

২০ ৩৮

১৯৯৯ – প্রথম দিকে সাফল্য না আসায় বদল হয় জার্সির।

২১ ৩৮

১৯৯৯ (বিশ্বকাপ)- তবে নতুন জার্সিও বিশ্বকাপ ভাগ্য ফেরাতে পারেনি। বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকেই।

২২ ৩৮

১৯৯৯ – বিশ্বকাপের পরে ফের এক বার পরিবর্তন হয় জার্সির।

২৩ ৩৮

২০০০ - এই বছরও চার বার বদল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে।

২৪ ৩৮

২০০০ – বছরের প্রথম ১০টি ম্যাচের ৭টিতেই হারে টিম ইন্ডিয়া।

২৫ ৩৮

২০০০ – বদল হয় জার্সির। তবে তাতেও বিশেষ লাভ হয়নি।

২৬ ৩৮

২০০০ থেকে ২০০১- এই সময় বেশ কয়েকবার জার্সি পরিবর্তন হয়। তার মধ্যে একটি হল এই ধরনের জার্সি।

২৭ ৩৮

২০০১-২০০২- এই অর্থবর্ষে টিম ইন্ডিয়া খেলেছেন তিন রংয়ের জার্সিতে। ২০০৩ বিশ্বকাপের থেকে অল্প ফারাক রয়েছে জার্সি ডিজাইনে।

২৮ ৩৮

২০০২ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে জয়ী হয়।

২৯ ৩৮

২০০২-২০০৭- এই জার্সি পরে প্রায় পাঁচ বছর খেলেছে টিম ইন্ডিয়া।

৩০ ৩৮

২০০৩- সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতে বিশ্বকাপের ফাইনালে ওঠে। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে যদিও হেরে যায় ভারত।

৩১ ৩৮

২০০৭- বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

৩২ ৩৮

২০০৯-২০১০ অর্থবর্ষে এই জার্সিতে খেলে ভারত।

৩৩ ৩৮

২০১১-২০১৩- এই জার্সি পরেই টিম ইন্ডিয়া দ্বিতীয় বার বিশ্বকাপ জেতে। আরও দুই বছর খেলা হয়েছে এই জার্সিতে।

৩৪ ৩৮

২০১২- এই জার্সি পরে যদিও টিম ইন্ডিয়া কখনও খেলেনি।

৩৫ ৩৮

২০১৩- এই জার্সি পরে টিম ইন্ডিয়া জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি

৩৬ ৩৮

২০১৫- সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া।

৩৭ ৩৮

২০১৬- এই জার্সিতে ইন্ডিয়ার একাধিক ম্যাচে সাফল্য এসেছে ।

৩৮ ৩৮

২০১৭- ইংল্যান্ড সিরিজে নতুন জার্সি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement