দক্ষিণ আফ্রিকার হারে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর একদিনের ম্যাচ হারের মধ্যেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হারতেই ভারতের জন্য এল সুখবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ২২:৪৪
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর একদিনের ম্যাচ হারের মধ্যেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হারতেই ভারতের জন্য এল সুখবর। ২০১৫-র জানুয়ারি থেকে ন’টির মধ্যে পাঁচটি ম্যাচই হেরেছে দক্ষিণ আফ্রিকা। এক বছরের বেশি হয়ে গিয়েছে টেস্টে জয়ের মুখ দেখেননি ডি ভিলিয়ার্সরা। চতুর্থ টেস্টে যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয় তাহলেও শীর্ষস্থান আপাতত ফিরে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। থাকতে হবে তিন নম্বরেই। দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। শনিবার ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে অল-আউট হয়ে যায়।

Advertisement

প্রথম ইনিংসে আমলারা ৩১৩ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে কেউই দাঁড়াতে পারলেন না। ইংল্যান্ডও যে ভাল খেলে জিতেছে তেমনটা নয়। প্রথম ইনিংসে কুক, ব্রডরা ৩২৩ রানেই অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ নিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করেই ম্যাচ জিতে সিরিজ ২-০ করে নেয় ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন