India vs Sri Lanka

বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে টুইটারে মস্করা সমর্থকদের

বেশ কয়েক দিন ধরেই বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে জল্পনা চলছে। আদৌ বিয়ে হবে কি না, তার নেই ঠিক! কিন্তু তারই মধ্যে বিরাট অনুষ্কার বিয়ে নিয়ে টুইটারে মস্করায় মাতলেন ভারতীয় সমর্থকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৪
Share:

বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মার বিয়েই এখন ভারতীয় সমর্থকদের কাছে মূল আলোচ্য বিষয়। ছবি: ইনস্টাগ্রাম সৌজন্যে।

বেশ কয়েক দিন ধরেই বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে জল্পনা চলছে। আদৌ বিয়ে হবে কি না, তার নেই ঠিক! কিন্তু তারই মধ্যে বিরাট অনুষ্কার বিয়ে নিয়ে টুইটারে মস্করায় মাতলেন ভারতীয় সমর্থকরা।

Advertisement

রবিবার প্রথম ওডিআইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হার হারতে হয়েছে ভারতকে। বিরাট কোহালির নেতৃত্বে এবং ব্যাটিংয়ে নির্ভর করে যে ভারতীয় দল টেস্টে শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করেছিল, সেই শ্রীলঙ্কার কাছেই প্রথম ওয়ান ডে তে বেরিয়ে যায় বিরাট হীন ভারতীয় দলের কঙ্কালসার চিত্রটা। আর এর পরই বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকেরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সচিন

Advertisement

আরও পড়ুন: আবারও ডিআরএস-এ বাজিমাত ধোনির

এক সমর্থক টুইট করে লেখেন, “ব্রেকিং নিউজ বিরাট কোহালির বিয়ে বাতিল হয়ে গিয়েছে। বিসিসিআই জানিয়েছে আজ সন্ধ্যাতেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট।”

শুধু বিসিসিআইকে নিয়েই নয়, কোচ রবি শাস্ত্রীও নাকি বিরাটকে দলে যোগ দিতে বলেছেন বলে টুইট করেন আরেক সমর্থক। তিনি লেখেন, “কোহালি-অনুষ্কার বিয়ে বাতিল হয়ে গিয়েছে। রবি শাস্ত্রী দলের সঙ্গে যোগ দিতে বলেছেন কোহালিকে।”

আরেক জন তো অনুষ্কাকে বিরাটের বিয়ে করা নিয়েই আপত্তি তোলেন। তিনি লেখেন, “বিরাট যদি অনুষ্কাকে বিয়ে না করে জ্যাকলিন ফার্নান্ডেজকে করতেন, তা হলে এ দিনের ম্যাচটা ভারতকে গিফট করত শ্রীলঙ্কা।”

বিরাট এবং ভারতীয় দলের কথোপকথন নিয়ে একটি সংলাপও এ দিন টুইট করেন এক জন সমর্থক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement