বিদেশে জয় পেতে লাগল বারো বছর

প্রতীক্ষার অবসান। বুধবার কাম্বোডিয়াকে হারিয়ে বারো বছর পর বিদেশের মাটিতে ‘ফিফা ফ্রেন্ডলি’ জিতল ভারতীয় দল। নম পেনে-এর ন্যাশনাল অলিম্পিক স্টেডিয়ামে কাম্বোডিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:২৯
Share:

নায়ক: গোল করে সুনীল ছেত্রীর দাপট বজায় রইল। ফাইল চিত্র

ফিফা ফ্রেন্ডলি

Advertisement

ভারত ৩ : কাম্বোডিয়া ২

প্রতীক্ষার অবসান। বুধবার কাম্বোডিয়াকে হারিয়ে বারো বছর পর বিদেশের মাটিতে ‘ফিফা ফ্রেন্ডলি’ জিতল ভারতীয় দল।

Advertisement

নম পেনে-এর ন্যাশনাল অলিম্পিক স্টেডিয়ামে কাম্বোডিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ভারত। ৩৬ মিনিটে ইউজেনসন লিংডোর কর্নার থেকে গোল করেন সুনীল ছেত্রী। কিন্তু রক্ষণের ভুলে এক মিনিটের মধ্যে উচ্ছ্বাস থেমে যায় ভারতীয় দলের। গোল করে কাম্বোডিয়াকে ম্যাচে ফেরান ল্যাবোরাভি খুন।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কয়েকটা পরিবর্তন করেন ভারতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। রক্ষণে অর্ণব মণ্ডলকে তুলে নামান সন্দেশ ঝিঙ্গন-কে। ফরওয়ার্ডে ড্যানিয়েল লালহিমপুইয়া-র পরিবর্তে নামেন জেজে লালপেখলুয়া। সবুজ-মেরুন স্ট্রাইকার মাঠে নামার চার মিনিটের মধ্যেই জ্যাকিচন্দ সিংহের পাস থেকে গোল করেন। ভারতের হয়ে তৃতীয় গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা আর এক ফুটবলার সন্দেশ। তিনিও গোল করেন লিংঢো-র কর্নার থেকে।

৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরেই লিংডো-কে তুলে মহম্মদ রফিক-কে নামান স্টিভন। আক্রমণের ঝাঁঝও কমে যায় ভারতের। ঘরের মাঠে ৭০ হাজার দর্শকের সামনে ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমান চান ভাথাঙ্কা ।

আরও পড়ুন: দুই প্রধানকে নয়া প্রস্তাব আইএসএলের

বিদেশের মাটিতে শেষ বার ফিফা ফ্রেন্ডলিতে ভারত জিতেছিল ২০০৫ সালে। প্রতিপক্ষ ছিল কাম্বোডিয়া-ই। তবে এ দিন জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন স্টিভন। ম্যাচের পর ভারতীয় কোচ বলেছেন, ‘‘আমাদের অভ্যাসই হয়ে গিয়েছে হাল্কা ভাবে শুরু করা। এটা বদলাতে না পারলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনব। আমাদের আরও দ্রুত গতিতে শুরু করতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘জিতলেও উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। আমাদের আসল পরীক্ষা আগামী সপ্তাহে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে মায়ানমায়ের বিরুদ্ধে ম্যাচে।’’

বুধবার রাত থেকেই সম্ভবত মায়ানমার-বধের প্রস্তুতি শুরু করে দিলেন স্টিভন!

ভারত: গুরপ্রীত সিংহ সাঁধু, প্রীতম কোটাল, অর্ণব মণ্ডল (সন্দেশ ঝিঙ্গন), আনাস এডাথোডিকা, ফুলগ্যানো কার্ডোজো, সি কে বিনীত (জ্যাকিচন্দ সিংহ), রওলিন বর্জেস (মিলন সিংহ), ইউজেনসন লিংডো (মহম্মদ রফিক), ড্যানিয়েল লালহিমপুইয়া (জেজে লালপেখলুয়া), রবিন সিংহ (উদান্ত সিংহ) ও সুনীল ছেত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন