শেষ গ্রুপ ম্যাচে কানাডার বিরুদ্ধে ২-২ ড্র করল ভারত। শুক্রবার প্রথমে এগিয়ে গিয়েও জয় পেলেন না পিআর শ্রীজেশরা। সেই সুযোগে কানাডা গ্রুপ ম্যাচে প্রথম ড্র করে ফেলে। এ ছাড়া গ্রুপের সবকটি ম্যাচ হেরেছে কানাডা। ভারতের হয়ে ৩৩ ও ৪১ মিনিটে গোল করেন যথাক্রমে আকাশদীপ সিংহ এবং রমনদীপ সিংহ। কানাডার হয়ে ৩৩ ও ৫২ মিনিটে পোনাল্টি কর্নার থেকে গোল শোধ করে দেন কানাডার স্কট টুপার। ফলে কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে ওঠা নিশ্চিত করে ফেলা সৃজেশরা গ্রুপের খেলা শেষ করলেন দুটো জয়, দুটো হার ও একটি ড্র দিয়ে। বিশ্ব র্যাঙ্কিং আর ফর্মের দাপটে এ দিনের লড়াইয়ে সৃজেশরা জেতার দৌড়ে এগিয়ে থাকলেও কানাডার ডিফেন্সের কাছে বারবার আটকে যান। শেষ আটের যুদ্ধে নামার আগে যেটা ভাবাতে পারে রোল্যান্ট অল্টমান্সের টিমকে।