Humayun Kabir's Party Candidates

দ্বিতীয় হোঁচট! ভাগ্নে হুমায়ুন কথা না শুনে ‘পুলিশমামা’র নাম ঘোষণা করে দিয়েছেন! লড়বেন বালিগঞ্জের প্রার্থী?

নিশা চট্টোপাধ্যায়ের বদলে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য সংখ্যালঘু মুখ আবুল হাসানকে মনোনীত করেছিলেন হুমায়ুন কবীর। কিন্তু সে কথা কানে যেতে হুমায়ুনের মনোনীত ওই প্রার্থীই বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮
Share:

গত সোমবার নিজের দল ঘোষণার মঞ্চে হুমায়ুন কবীর। ছবি: পিটিআই।

আবার বিড়ম্বনায় জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। এর আগে আলোচনা না-করে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম তুলে নিয়েছিলেন তিনি। এ বার প্রার্থী হিসাবে যাঁকে মনোনীত করেছেন, সেই আবুল হাসানের অভিযোগ, তাঁর অজান্তেই বালিগঞ্জের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন!

Advertisement

নিশার নাম প্রত্যাহারের ২৪ ঘণ্টার মধ্যে বালিগঞ্জ কেন্দ্রের জন্য সংখ্যালঘু মুখ আবুলকে মনোনীত করেছিলেন হুমায়ুন। বুধবার তিনি জানিয়েছিলেন, আপাতত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু সে কথা কানে যেতে হুমায়ুনের মনোনীত প্রার্থীই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর দাবি, তিনি ভোটে লড়তে অনিচ্ছুক। তার পরেও হুমায়ুন তাঁর নাম ঘোষণা করে দিয়েছেন!

হুমায়ুনের দূর সম্পর্কের মামা আবুল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। প্রার্থী হিসাবে তাঁর নাম সামনে আসতেই ‘খেপে’ গিয়েছেন তিনি। তাঁর কথায়, “হুমায়ুন আমার ভাগ্নে। আমার সঙ্গে যোগাযোগও করেছিল (নতুন দল তৈরির পরে)। কিন্তু আমি রাজনীতি বুঝি না। ও বলছে ভোটে দাঁড়াতেই হবে। আজ শুনলাম, নামও (প্রার্থী হিসাবে) ঘোষণা করে দিয়েছে। অথচ আজ আমার সঙ্গে এই নিয়ে কোনও কথাই হয়নি।”

Advertisement

মামার অভিযোগ ভাগ্নের কানে যেতেই তিনি হেসে ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করেন। তাঁর কথায়, ‘‘আমাদের মামা-ভাগ্নের ব্যাপার... মামাকে আমি আগামী বিধানসভা নির্বাচনে জিতিয়ে আনবই।’’

নিজের রাজনৈতিক দল ঘোষণার তিন দিনও কাটেনি। তার মধ্যে প্রার্থী নিয়ে ‘নাস্তানাবুদ’ হচ্ছেন হুমায়ুন। তাঁর মামার বয়ান শোনার পরে হাসির রোল উঠেছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। বিধায়কের সাংগঠনিক পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছে ডান-বাম সকলে। তৃণমূল-বিজেপি, দুই দলের কটাক্ষ, নিজের বাড়ির লোকই হুমায়ুনের দলের প্রার্থী হতে ‘নিমরাজি’। তিনি আমজনতার কাছে ভোট চাইবেন কী ভাবে? মুর্শিদাবাদের জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব (ডেভিড) সরকারের খোঁচা, ‘‘৭২ ঘণ্টায় তিন বার প্রার্থীবদলের মুখে। এখনও তো ভোটের অনেক দেরি।’’ তাঁর সংযোজন, ‘‘হুমায়ুন আগে ১৩৫টি প্রার্থী জোগাড় করুক। তার পরে ভোটে লড়ার কথা ভাববে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement