জাপানকে দশ গোল দেওয়ার পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে আজ দক্ষিণ কোরিয়া। প্রাক্তন এশীয় চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পেনাল্টি কর্নার নিয়ে ভাবছেন জাতীয় হকি কোচ রোলান্ট অল্টমান্স। রবিবার এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান যুদ্ধ। যার আগে অধিনায়ক শ্রীজেশ বলেছেন, ‘‘দেশের প্রত্যাশা প্লেয়ারদের উপর চাপ তৈরি করতে পারে। তাই ওদের বলেছি সোশ্যাল মিডিয়ায় চোখ না রেখে শুধু ম্যাচে ফোকাস করতে।’’