Sports News

বোলারের মাথায় লেগে বল গেল বাউন্ডারির বাইরে

বুধবার নিউজিল্যান্ডের মাটিতে এক অভিনব ঘটনা ঘটল। ভারতীয় বংশোদ্ভুত জিৎ রাভাল ছক্কা হাঁকালেন বোলারের মাথায় মেরে। নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটের ঘটনা। ফোর্ড ট্রফির ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলা চলছিল অকল্যান্ডও ক্যান্টারবারির মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

অকল্যান্ড শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৫
Share:

ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল গিয়ে লাগে সরাসরি বোলারের মাথায়। ছবি: টুইটার।

অতীতে খেলতে গিয়ে ক্রিকেট মাঠে অনেকেই বলের আঘাতে আহত হয়েছেন। রমন লাম্বা, ফিল হিউজের মতো ক্রিকেটাররা মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন। যাঁরা আঘাত পেয়েও সুস্থ হয়ে গিয়েছেন সেই তালিকাটাও কম দীর্ঘ নয়। সেই তালিকায় রয়েছেন, শাহিদ আফ্রিদি, বীরেন্দ্র সহবাগ, এবি ডে ভিলিয়ার্স, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, গ্লেন ম্যাক্সওয়েলরা।

Advertisement

কিন্তু বুধবার নিউজিল্যান্ডের মাটিতে এক অভিনব ঘটনা ঘটল। ভারতীয় বংশোদ্ভুত জিৎ রাভাল ছক্কা হাঁকালেন বোলারের মাথায় মেরে। নিউজিল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটের ঘটনা। ফোর্ড ট্রফির ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলা চলছিল অকল্যান্ডও ক্যান্টারবারির মধ্যে। মিডিয়াম পেসার বোলার অ্যান্ড্রু এলিস বল করছিলেন জিৎ রাভালকে। স্টেপ আউট করে সেই বলেই ব্যাট চালিয়েছিলেন রাভাল। সামনেই ছিলেন বোলার। সেই বল তাঁর মাথায় লেগে চলে যায় বাউন্ডারির বাইরে।

অন-ফিল্ড আম্পায়ার বাউন্ডারি দিয়ে দিয়েছিলেন প্রথমে। এর পর রিভিউ নিয়ে পরিবর্তন করা হয় সেই সিদ্ধান্ত। সৌভাগ্যবশথ এলিসের বড় কোনও চোট লাগেনি। ২৯ বছরের জিৎ এ দিন ১৫৩ বলে ১৪৯ কানের ইনিংস খেলেন। যার ফলে অকল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ৩০৪এ। জবাবে ক্যান্টারবারি ১৯৭ রানেই গুটিয়ে যায়। রাভাল নিউজিল্যান্ডের হয়ে ৯টি টেস্ট খেলেছেন।

Advertisement

আরও পড়ুন
কাউন্টিকেই ইংল্যান্ড সিরিজের মঞ্চ করতে চাইছেন পূজারা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন