Tokyo Olympics 2020

Indian shooters: আতসকাচের তলায় শুটাররা, টোকিয়োর ব্যর্থতা খতিয়ে দেখতে পর্যালোচনা

আশা জাগিয়েও টোকিয়ো অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের শুটাররা। টানা দুটি অলিম্পিক্স থেকে শুটিংয়ে খালি হাতে ফিরেছে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:৩০
Share:

ব্যর্থ হয়েছেন শুটাররা ফাইল ছবি

আশা জাগিয়েও টোকিয়ো অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের শুটাররা। টানা দুটি অলিম্পিক্স থেকে শুটিংয়ে খালি হাতে ফিরেছে ভারত। তবে এ বারের প্রদর্শন নিয়ে চর্চা হচ্ছে আরও বেশি। ব্যর্থতার কারণ খুঁটিয়ে দেখতে তাই তিন ধাপে পর্যালোচনার ব্যবস্থা করল জাতীয় রাইফেল সংস্থা।

Advertisement

সংস্থার এক সূত্র বলেছে, “পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে শুটাররা, তারপর কোচ এবং শেষে কর্তাদের পর্যালোচনা করা হবে। যোগ্য কোনও ব্যক্তিই পর্যালোচনা করবেন। শুটারদের প্রস্তুতিতে সংস্থার তরফে কোনও গাফিলতি রয়েছে কি না, প্রস্তুতি ব্যাহত হয়েছে কি না, ইত্যাদি বিষয় তিনি খতিয়ে দেখবেন।”

শুটিং সংস্থার প্রধান কর্তা রনিন্দর সিংহের ভূমিকাও কি পর্যালোচনার মধ্যে ফেলা হবে? ওই সূত্র জানিয়েছে, সেই সম্ভাবনা রয়েছে। যদি তাঁর তরফে কোনও গাফিলতি থেকে থাকে তাহলে পদ থেকে সরানো হতে পারে।

Advertisement

অলিম্পিক্সে ব্যর্থ হয়েছে মনু, সৌরভ। ফাইল ছবি

তবে কর্তাদের আগে শুটার এবং কোচেদের ভূমিকা বেশি চর্চিত হচ্ছে। রাইফেল সংস্থা চাইছে গোটা ব্যবস্থায় আমূল বদল আনতে, যাতে পরের অলিম্পিক্সের আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়া যায়।

মনু ভাকের এবং তাঁর প্রাক্তন কোচ যশপাল রানার বিবাদ একসময় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। গোটা ঘটনায় জল যে দিকে গড়িয়েছে তাতে খুশি নয় রাইফেল সংস্থা। দু’জনের ভূমিকা বিশেষ ভাবে খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন