Tanvi Sharma in BWF World Championship 2025

সোনার হাতছানি! জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনাজয়ের সামনে ১৬ বছরের তনভি

শনিবার সেমিফাইনালে চিনের লিউ সি ইয়াকে স্ট্রেট গেমে (১৫-১১, ১৫-৯) হারিয়ে ফাইনালে উঠেছে তনভি শর্মা। ফাইনালে তার সামনে তাইল্যান্ডের প্রতিযোগী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২৩:০৫
Share:

ফাইনালে ওঠার পথে ভারতের তনভি শর্মা। ছবি: পিটিআই।

ভারতের ব্যাডমিন্টনে ইতিহাস গড়ার থেকে মাত্র এক কদম দূরে রয়েছে তনভি শর্মা। জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতার সুযোগ তার সামনে। শনিবার সেমিফাইনালে চিনের লিউ সি ইয়াকে স্ট্রেট গেমে (১৫-১১, ১৫-৯) হারিয়ে ফাইনালে উঠেছে তনভি। ফাইনালে তার সামনে তাইল্যান্ডের প্রতিযোগী।

Advertisement

১৭ বছর পর জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে পদক আগেই নিশ্চিত করেছিল তনভি। সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হত তাকে। সেটা হতে দিল না ভারতের ১৬ বছরের মেয়ে। গুয়াহাটির ন‍্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে সেমিফাইনালে চিনা প্রতিযোগীকে দাঁড়াতে দেয়নি তনভি। দু’টি গেমেই দাপট দেখায় ভারতের জুনিয়র ব্যাডমিন্টনে শীর্ষ বাছাই খেলোয়াড়। আগের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে ফিরেছিল তনভি। এই ম্যাচে লিউকে কোনও সুযোগ দেয়নি সে।

অপর সেমিফাইনালে তাইল্যান্ডের ইয়াতাউইমিন কেতলিয়েংকে তিন গেমের লড়াইয়ে হারিয়েছে আনিয়াপাত ফিচিতপ্রিচাসাক। প্রথম গেমে হেরে পরের দুই গেম জেতে সে। এ বার ফাইনালে তনভির সামনে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আনিয়াপাত।

Advertisement

ফাইনালে উঠে তনভি বলে, “এই ম্যাচে নামার আগে আমি আত্মবিশ্বাসী ছিলাম। সেটা আমার খেলায় দেখা গিয়েছে। খালি দ্বিতীয় গেমে ১২-৪ এগিয়ে থাকার সময় কয়েকটা ভুল করেছিলাম। সেই সময় কোচ আমাকে লাইনের ভিতরে শট খেলার দিকে নজর দিতে বলেন। আমি সেটাই করি।”

শেষ ভারতীয় হিসাবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে সাইনা নেহওয়ালের। ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০০৬ সালে রুপোও জিতেছিলেন তিনি। বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে অপর্ণা পোপাটেরও। ১৯৯৬ সালে রুপো জিতেছিলেন অপর্ণা। এ বার তনভির সামনে সুযোগ প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement