India Women Team

দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে চাপে ভারতের মেয়েরা

ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ০১:১৩
Share:

ফাইল চিত্র।

দ্বিতীয় দিনে ১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারতের মহিলা দল। ইংল্যান্ডের থেকে ২০৯ রানে পিছিয়ে তারা। সোফিয়া ডাঙ্কলি (৭৪) ও অ্যানা স্রাবসারের (৪৭) ভাল ব্যাটিংয়ের দৌলতে ৩৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে ইংল্যান্ড।

Advertisement

ব্যাট করতে নেমে ভাল শুরু করে ভারত। স্মৃতি মানধানা ও শেফালি বর্মার ওপেনিং জুটিতে আসে ১৬৭ রান। স্মৃতি আউট হন ৭৮ রানে। শেফালি করেন ৯৬ রান। এই দুই ব্যাটসম্যান ফিরে যেতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। একে একে সাজঘরে ফেরেন পুনম রাউত (২), শিখা পান্ডে (০) ও অধিনায়ক মিতালি রাজ (২)। ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কউর (৪) ও দীপ্তি শর্মা (০)।

২৭ ওভার হাত ঘুরিয়ে ৬৫ রান দিয়ে ৩ উইকেট পান দীপ্তি শর্মা। স্নেহ রানা ৩৯.২ ওভার বল করে ১৩১ রান দিয়ে পান ৪ উইকেট ঝুলন গোস্বামী ও পূজা ভস্ত্রকার ১টি করে উইকেট পান। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ন্যাট স্কিভার, কেট ক্রস ও সোফি একলেস্টোন। ২টি উইকেট পেয়েছেন হেথার নাইট।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন