হকিতে মেয়েদের ২১ গোল, ফের পদক কুস্তিতে

পুরুষদের পরে এ বার দুরন্ত ফর্মে ভারতের মেয়েরাও। আগের দিন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মনদীপ সিংহরা ১৭ গোলে জেতার পরে মঙ্গলবার ভারতীয় মেয়েরা কাজাখস্তানকে হারালেন ২১-০ গোলে। ২১ গোল এল আবার ২১ অগস্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ০৫:০২
Share:

ভারতীয় মেয়েরা কাজাখস্তানকে হারালেন ২১-০ গোলে। ছবি: পিটিআই।

জাকার্তা এশিয়ান গেমসে শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছেন ভারতীয় শুটাররা। মঙ্গলবারও পদক আনলেন তাঁরা। পদক এসেছে কুস্তি, সেপাকটাকরো থেকেও।

Advertisement

হকি: পুরুষদের পরে এ বার দুরন্ত ফর্মে ভারতের মেয়েরাও। আগের দিন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মনদীপ সিংহরা ১৭ গোলে জেতার পরে মঙ্গলবার ভারতীয় মেয়েরা কাজাখস্তানকে হারালেন ২১-০ গোলে। ২১ গোল এল আবার ২১ অগস্ট। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। নভনীত পাঁচটি এবং গুরজিৎ চারটি করে গোল করলেন।

শুটিং: ষোলো বছরের বিস্ময় বালক সৌরভ চৌধরি ১০ মিটার এয়ার পিস্তলে সোনা তো পেলেনই, ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনসে ভারতকে রুপো এনে দিলেন সঞ্জীব রাজপুত। ভারতের হয়ে অভিষেকে দেশকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ দিলেন অভিষেক বর্মা। সৌরভকে নিয়ে সচিন তেন্ডুলকরের টুইট, ‘‘সৌরভ চৌধরি, তুমি ভারতকে গর্বিত করেছ। তোমাকে অভিনন্দন। আশা করব, এর পরে আরও পদক এনে দেবে দেশকে।’’

Advertisement

কুস্তি: বজরং পুনিয়া, বিনেশ ফোগতের পরে ভারতকে আরও একটা পদক এনে দিলেন কুস্তিগির দিব্যা কাকরন। ৬৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। জেতার পরে দিব্যা বলেছেন, ‘‘নিজের প্রথম গেমসেই পদক পেয়ে দারুণ লাগছে। তবে সত্যি কথা বলতে, পদক জেতার ব্যাপারে আমার কোচ যতটা আত্মবিশ্বাসী ছিলেন, আমি মোটেও সে রকম ছিলাম না।’’

কবাডি: প্রত্যাশামতোই কবাডিতে এগিয়ে চলেছে ভারতের পুরুষ এবং মহিলা দল। দু’টো দলই মঙ্গলবার সেমিফাইনালে উঠে গেল। পুরুষদের দল গত কালই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছিল। মঙ্গলবার তারা হারাল ৪৯-৩০ হারাল তাইল্যান্ডকে। ফলে সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি। মেয়েদের বিভাগে দু’টো ম্যাচে দু’টোতেই জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে চলে গেল ভারত।

সাঁতার: সেকেন্ডের ভগ্নাংশের জন্য ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ব্রোঞ্জ পাওয়া হল না ভারতীয় সাঁতারু বীরধবল খাড়ের। সাঁতার থেকে দীর্ঘদিন দূরে থাকার পরে কমনওয়েলথ গেমসে প্রত্যাবর্তন ঘটেছিল বীরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন