Angad Vir Singh Bajwa

ভারত ছাড়লেন এশিয়াডে পদকজয়ী শুটার! ৩০ বছরের অঙ্গদ কানাডার প্রতিনিধিত্ব করবেন এ বছর থেকেই

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দেশকে অনেক পদক দিয়েছেন। দেশের অন্যতম প্রতিভাবান সেই শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন। এ বছর থেকেই কানাডার প্রতিনিধিত্ব করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:১২
Share:

কানাডার জার্সির এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অঙ্গদ বাজওয়া। ছবি: ইনস্টাগ্রাম।

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন গত এশিয়ান গেমসে পদকজয়ী শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া। টোকিয়ো অলিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন অঙ্গদ। এ বার থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁকে দেখা যাবে কানাডার হয়ে লড়াই করতে। দেশ বদলের কথা অঙ্গদ নিজেই জানিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement

এক দিন যে সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ভারতকে গর্বিত করেছেন, এ বার থেকে সেই সতীর্থেরাই অঙ্গদের প্রতিপক্ষ। ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব নিয়েছেন ৩০ বছরের প্রতিভাবান শুটার। গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার ছিলেন অঙ্গদ। জাতীয় দলেও নিয়মিত ছিলেন। আগামী এশিয়ান গেমসেও তাঁকে ঘিরে পদকের আশায় ছিল ভারতীয় শুটিংমহল।

পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। এ বছর থেকেই কানাডার জার্সি গায়ে খেলবেন তিনি। চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। তার আগে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা থাকল না অঙ্গদের। শেষ জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপেও যোগ দিয়েছিলেন অঙ্গদ। নিজের ইভেন্টে চতুর্থ হয়েছিলেন। এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেছেন, ‘‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিল। ও কোন দেশের হয়ে খেলবে, সেটা ওর সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। ওর মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত ভাবে বড় ক্ষতি। কিন্তু ওকে আটকানোর কোনও উপায় আমাদের নেই।’’

Advertisement

অঙ্গদের পরিবার কানাডায় থাকে। সেখানে তাঁর বাবার হাসপাতাল রয়েছে। বয়স হওয়ায় একা ব্যবসা সামলাতে সমস্যা হচ্ছে তাঁর। বাবাকে ব্যবসার কাজে সাহায্য করার জন্যই পাকাপাকি ভাবে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘনিষ্ঠমহলে এমনই জানিয়েছেন শুটার। সমাজমাধ্যমে কানাডার জাতীয় দলের জার্সির ছবি পোস্ট করে ভারতকে বিদায় জানিয়েছেন অঙ্গদ।

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গদ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তাঁর। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement