জেসমিন লাম্বোরিয়া। ছবি: এক্স।
বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের জেসমিন লাম্বোরিয়া। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। ভারতের আরও দুই মহিলা বক্সার পদক জিতলেন। হেভিওয়েট (৮০+ কেজি) বিভাগে রুপো পেলেন নূপুর শেওরান এবং ৮০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন পূজা রানি।
এ বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা দিলেন জেসমিন। ফাইনালে পোল্যান্ডের জুলিয়া জ়েরেমেতাকে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ২৪ বছরের বক্সার। গত প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ীর বিরুদ্ধে জেসমিনের পক্ষে ফল ৩০-২৭, ২৯-২৮, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮। জয়ের পর উচ্ছ্বসিত জেসমিন বলেছেন, ‘‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভীষণ ভাল লাগছে। প্যারিস অলিম্পিক্সে হারের পর প্রচুর পরিশ্রম করেছি। নিজেকে সব দিক থেকে উন্নত করার চেষ্টা করেছি। এই জয় তারই ফল।’’
জেসমিনের পরিবার দীর্ঘ দিন ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত। তাঁর ঠাকুরদা চন্দ্রভন লাম্বোরিয়া ছিলেন কুস্তিগির। তাঁর বাবা হাওয়া সিংহ ছিলেন এশিয়ান গেমসে দু’বার সোনাজয়ী হেভিওয়েট। জেসমিনের বক্সিং শেখা শুরু দুই কাকা সন্দীপ সিংহ এবং পরবিন্দার সিংহের কাছে। তাঁরাও জাতীয় স্তরের বক্সার ছিলেন। যদিও তাঁর বাবা নিরাপত্তা রক্ষীর কাজ করেন। মা গৃহবধূ। মূলত কাকাদের চেষ্টাতেই তিনি বক্সার হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে এর আগেও সাফল্য পেয়েছেন জেসমিন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছ ছিলেন লাইট ওয়েট বিভাগে।
বিশ্বচ্যাম্পিয়নশিপের মহিলাদের হেভিওয়েট (৮০+ কেজি) বিভাগে দেশকে গর্বিত করলেন নূপুরও। তিনি ফাইনালে পোল্যান্ডের আগাতা কাজ়মারস্কার কাছে ২-৩ ব্যবধানে হেরে যান। ফাইনালের প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ দিকে সুবিধা করতে পারেননি। প্রথম বার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ২৬ বছরের বক্সারকে তাই রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
দেশকে ব্রোঞ্জ দিলেন পূজা। সেমিফাইনালে তিনি ১-৪ ব্যবধানে হেরে যান ইংল্যান্ডের এমিলি অ্যাসকুইথের কাছে। অভিজ্ঞ ভারতীয় বক্সার ভাল শুরু করলেও দ্বিতীয় রাউন্ড থেকেই পিছিয়ে পড়তে শুরু করেন।